ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তাইওয়ানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৮:৩২, ৭ ফেব্রুয়ারি ২০১৮

তাইওয়ানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

জনকন্ঠ ডেস্ক ॥ তাইওয়ানের হুয়ালিন শহরে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বীপটির পূর্ব উপকূল থেকে ২০ কিলোমিটার দক্ষিণে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। এতে রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির এদিকে ভূমিকম্পের পর সেখানকার বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, রাস্তা ও উঁচু ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবরে বলা হয়েছে, জরুরী বাহিনী আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। ভূমিকম্পে একটি হোটেল ধসে পড়েছে। এর ভেতরে কমপক্ষে ৩০ জন আটকা পড়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে কাজ চলছে। তাইওয়ান দ্বীপটি দুটো টেকনোটিক প্লেটের মাঝে অবস্থিত। তাই প্রায়ই সেখানে ভূমিকম্পের ঘটনা ঘটে। দুই বছর আগে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানের কাছে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে ১১৬ জনের প্রাণহানি ঘটে।
×