ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিফার সঙ্গে সমঝোতা স্পেনের!

প্রকাশিত: ০৬:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০১৮

ফিফার সঙ্গে সমঝোতা স্পেনের!

স্পোর্টস রিপোর্টার ॥ উটকো ঝামেলায় নাজেহাল স্পেনের ফুটবল। ফুটবল ফেডারেশনের ওপর সরকারী হস্তক্ষেপের কারণে দেশটির ওপর ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা সৃষ্টি হয়েছে। এমন হলে রাশিয়া বিশ্বকাপ খেলা হবে না ২০১০ বিশ্বচ্যাম্পিয়নদের! এমন পরিস্থিতিতে ফিফার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্পেনের ফুটবল কর্মকর্তারা। সোমবার মাদ্রিদে স্প্যানিশ ক্রীড়ামন্ত্রী ইনিগো মেনডেজ ডি ভিগোর সঙ্গে সাক্ষাত করেন ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরা। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসডি সভাপতি হোসে রামোন লেতে ও স্প্যানিশ ফুটবলের অন্তর্র্বর্তীকালীন প্রধান জুয়ান লুইস লারেয়া। মন্ত্রণালয় থেকে পরে এক বিবৃতিতে জানানো হয়েছে, দু’পক্ষ যত দ্রুত সম্ভব পুরো পরিস্থিতি স্পষ্ট করার ব্যাপারে একমত হয়েছে। নতুবা যে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হবে ফিফা। ফুটবল ফেডারেশনের ওপর সরকারী হস্তক্ষেপের কারণে স্পেনকে ডিসেম্বরে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে নিষিদ্ধের হুমকি দিয়েছিল ফিফা। মূলত স্প্যানিশ ফেডারেশনের সভাপতি পদে দীর্ঘদিন ধরে আসীন থাকা এ্যাঞ্জেল মারিয়া ভিয়াকে নিয়েই বিতর্কের শুরু। ১৯৮৮ সাল থেকে একই পদ দখল করে থাকা মারিয়া ভিয়া দুর্নীতির অভিযোগে গত বছর আটক হওয়ায় নিজের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। তথ্য গোপন, অর্থ আত্মসাত অভিযোগ প্রমাণিত হওয়ায় জুলাইয়ে তাকে দুই সপ্তাহের জন্য জেলও খাটতে হয়েছে। পরবর্তীতে অবশ্য মুক্তি পেয়েছেন।
×