ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ থেকে শুরু ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট

প্রকাশিত: ০৬:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০১৮

আজ থেকে শুরু ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ আজ বুধবার থেকে ৬৪ জেলার ৫৫৪টি স্কুলের অংশগ্রহণে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। ৭০টি ভেন্যুতে মোট ৯৭৯ ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে প্রায় ১১ হাজার স্কুল শিক্ষার্থী। গত আসরে স্কুল ক্রিকেট খেলে বয়সভিত্তিক দলগুলোতে ২৯ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এবারও স্কুল ক্রিকেটের প্রতিযোগিতা থেকে ভবিষ্যতের কিছু ভাল তারকা বের করে আনার আশা করা হচ্ছে। সর্বোচ্চ ১৩০টি স্কুল অংশ নিচ্ছে ঢাকা বিভাগ থেকে। চট্টগ্রামে ৯২টি, খুলনায় ৮৪টি, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে অংশ নিচ্ছে ৬৮ স্কুল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেশের বৃহৎ এই ক্রিকেটযজ্ঞের নানা দিক তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানজিল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ এহসান হাবিব। এবার স্কুল ক্রিকেটে থাকছে রয়েল বেঙ্গল টাইগারের সজ্জায় মাস্কট ‘টিঙ্গা’। জেলা পর্যায়ে ৯১৫ ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে থাকবে ৫৫৪ স্কুল। প্রত্যেকটি জেলা চ্যাম্পিয়নরা অংশ নেবে বিভাগীয় পর্যায়ে। বিভাগীয় পর্যায়ে হবে মোট ৫৭টি ম্যাচ। ৭ বিভাগ ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। সবমিলিয়ে ওয়ানডে ফরমেটের এ প্রতিযোগিতা শেষ হবে ৯৭৯ ম্যাচ খেলে। ৬ বছরের জন্য স্কুল ক্রিকেটের এই আসরটি পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক। ২০১৬-১৭ মৌসুমের স্কুল ক্রিকেট থেকে অনুর্ধ-১৫ জাতীয় দলে ১৪ জন এবং অনুর্ধ-১৭ স্কোয়াডে খেলেছেন ১৫ ক্রিকেটার।
×