ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সালমান বাটকে নিয়ে নামছে আজ মোহামেডান

প্রকাশিত: ০৬:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০১৮

সালমান বাটকে নিয়ে নামছে আজ মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ দলে বড় নাম খুব কম। সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, রনি তালুকদার ও রকিবুল হাসান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলার কারণে তাইজুল এবং ইনজুরির কারণে সাকিব নেই। তাই শক্তি বাড়াতে পাকিস্তানের সাবেক অধিনায়ক, ওপেনার সালমান বাটকে এনেছে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বাটকে নিয়ে নামবে তারা। ম্যাচটি বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানম-ি ক্লাব মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জের। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়াচক্র। কলাবাগানের হয়ে এবার খেলবেন মোহাম্মদ আশরাফুল। সালমান বাটকে নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে। সোমবার তিনি ঢাকায় পা রাখেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর প্রিমিয়ার ক্রিকেট লীগে খেলার জন্য। মোহামেডান তাকে দলে ভিড়িয়েছে। কিন্তু বাটকে নিয়ে গুঞ্জনের মূল কারণ আসলে তার অতীত। ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটসহ সবধরনের ক্রিকেটেই নিষিদ্ধ হয়েছিলেন এ ওপেনার। ২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে অধিনায়ক বাট সতীর্থ মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে নিয়ে জড়িয়েছিলেন স্পট ফিক্সিংয়ে। সেই দোষে কারাভোগও করেছেন বাট। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর পাকিস্তানের ঘরোয়া আসরের সবগুলো প্রতিযোগিতামূলক ক্রিকেটেই দুই বছর ধরে খেলছেন তিনি। এরপরও অতীত কলঙ্কটা পিছু ছাড়ছে না এ পাক ওপেনারের। প্রথমবারের মতো তিনি দেশের বাইরে কোন ক্রিকেট প্রতিযোগিতায় নামছেন মূলত জাতীয় দলে ফেরার রাস্তা সুগম করতে। আজ মোহামেডানের হয়ে নামবেন তিনি। সতীর্থ হিসেবে শামসুর রহমান, এবাদত হোসেন, রনি ও জনি তালুকদার, শুভাশীষ রায় ও রকিবুলদের পাবেন তিনি। বাট যোগ দেয়াতে ভারসাম্য ফিরে পেয়েছে মোহামেডান। তাদের প্রতিপক্ষ ব্রাদার্সের শক্তিমত্তা একেবারে কম নয়। বরং জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, ইয়াসির আলী, সোহরাওয়ার্দী শুভ, অলক কাপালী ও মাইশুকুর রহমানদের নিয়ে বেশ শক্ত দলই গড়েছে ব্রাদার্স। প্রাইম ব্যাংকে এবার সেরা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু টেস্ট অধিনায়কত্ব করছেন তিনি, তাই প্রথম ম্যাচেই থাকছেন না। তবে পেসার রুবেল হোসেন খেলছেন টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার কারণে। এছাড়া মেহেদী মারুফ, জাকির হাসান, আরিফুল হক, মেহরাব হোসেন জুনিয়র ও আল-আমিন জুনিয়রদের নিয়ে বেশ ভাল ব্যাটিং বিভাগ তাদের। এছাড়া বোলিংয়ে আছেন রুবেল, মনির হোসেন, এনামুল হক জুনিয়র ও দেলোয়ার হোসেনদের নিয়ে আজ কলাবাগানের বিপক্ষে নামবে তারা। কলাবাগানে এবার বড় নাম তামিম ইকবাল, কিন্তু খেলতে পারছেন না তিনি। অবশ্য আরেকটি বড় ও আকর্ষণীয় নাম মোহাম্মদ আশরাফুল। তার সঙ্গে ব্যাটিংয়ে আছেন তাসামুল হক, তাইবুর রহমান। এছাড়া পেসার শাহাদাত হোসেন, আবুল হাসানকে নিয়ে বেশ ভাল পেস বিভাগ কলাবাগানের। তাই জেতার জন্য মরণ কামড়ই দেবে তারা। বিকেএসপির ৩ নম্বর মাঠে কঠিন লড়াইয়ের অপেক্ষা জামাল-রূপগঞ্জের। দুই দলই গত আসরে তেমন সুবিধা করতে পারেনি। এবার জামাল বড় কোন তারকাকে দলে নেয়নি। তবে আবু জায়েদ, পিনাক ঘোষ, রবিউল হকদের মতো উঠতি তারকার সঙ্গে জিয়াউর রহমান, সোহাগ গাজী, নুরুল হাসান, তানবীর হায়দার, ইলিয়াস সানি ও সাজেদুল ইসলামদের সমন্বয়ে বেশ ভাল দল তারা। রূপগঞ্জও যে কোন দলকে হারানোর মতো গুছিয়েছে নিজদের তুষার ইমরান, মোহাম্মদ শহীদ, মেহেদী হাসান, মোশাররফ হোসেন, নাঈম ইসলাম ও মোহাম্মদ শরীফদের নিয়ে।
×