ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এএফসি কাপে

সাইফের কোচ নর্থমোর বরখাস্ত, আবাহনীর নতুন কোচ টিটো

প্রকাশিত: ০৬:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০১৮

সাইফের কোচ নর্থমোর বরখাস্ত, আবাহনীর নতুন কোচ টিটো

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলে আসলে একজন অধিনায়ক হচ্ছেন শুধু নামেই অধিনায়ক। আসল অধিনায়ক হচ্ছেন দলের কোচ। কোচ আসে, কোচ যায়। এখানে সাফল্যটাই হচ্ছে মূল কথা। এই যেমন সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের কথাই ধরা যাক। বাংলাদেশ প্রিমিয়ার লীগের নবাগত এই দলটি চতুর্থ হয়ে কৃতিত্ব প্রদর্শনের পাশাপাশি এএফসি কাপের প্লেঅফ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এ জন্য দারুণ প্রশংসিত হন সাইফ স্পোর্টিং ক্লাবের ব্রিটিশ কোচ রায়ান নর্থমোর। কিন্তু এএফসি কাপে গিয়ে সাইফ দুই ম্যাচেই হেরে যায় মালদ্বীপের টিসি স্পোর্ট ক্লাবের সঙ্গে। আর এতেই মনক্ষুণœ হন সাইফের কর্তাব্যক্তিরা। ফলাফলÑ বরখাস্ত করা হলো নর্থমোরকে। আগামী মৌসুমের জন্য কে হবেন সাইফের নতুন কোচ এ নিয়ে চলছে ফেসবুকে ব্যাপক জল্পনা-কল্পনা। সাইফের ফ্যানদের আলোচনায় উঠে এসেছে লোডভিক ডি ক্রুইফ, এডসন সিলভা ডিডো, জর্জ কোটানের নাম। এদিকে ঢাকা আবাহনী লিমিটেডের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাইফুল বারী টিটুকে। ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ চলে যাওয়ার পর অনেকদিন ধরেই কোচের পদটা শূন্য ছিল। এই অবস্থাতেই আবাহনী জেতে প্রিমিয়ার লীগের শিরোপা। কিন্তু স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল থেকে আবাহনী বিদায় নেয় অপ্রত্যাশিতভাবে, আরামবাগের কাছে হেরে। আর কদিন পরেই এএফসি কাপ খেলতে হবে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’দের। ওই আসরে নতুন কোচের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন করছে ক্লাবটি। ফলে আর বিলম্ব না করে নতুন কোচ নিয়োগ দিয়ে ফেলেছে আবাহনী। তবে এবার আর বিদেশী নয়, স্বদেশী কোচ নিয়োগ দিয়েছে তারা। কোচের নাম সাইফুল বারী টিটু। আগামী মার্চে অনুষ্ঠিত হবে এএফসি কাপ। বাংলাদেশের লীগ চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি গ্রুপপর্বে। ‘ই’ গ্রুপে আবাহনীর সঙ্গে আছে ভারতের ক্লাব আইজল এফসি এবং মালদ্বীপের নিউ রেডিয়েন্ট। গ্রুপের চতুর্থ দল এখনও চূড়ান্ত হয়নি। ৭ মার্চ রেডিয়েন্টের মুখোমুখি হবে আকাশী-নীল জার্সিধারীরা। এই মৌসুমে চট্টগ্রাম আবাহনীর কোচ ছিলেন টিটু। তার অধীনে সপ্তদশ রাউন্ড পর্যন্ত পয়েন্ট টেবিলের এক নম্বরে ছিল বন্দরনগরীর ক্লাবটি। এরপরই বিপর্যয় ঘটে চট্টগ্রাম আবাহনীর। টানা ম্যাচে পয়েন্ট নষ্ট করে পিছিয়ে পড়ে। ক্লাব কর্তৃপক্ষ বিরক্ত হয়ে লীগ শেষ হওয়ার আগেই বরখাস্ত করে টিটুকে। ঢাকা আবাহনীর কোচের দায়িত্ব পেয়ে দারুণ রোমাঞ্চিত টিটু, ‘এএফসি কাপে আবাহনী শুধুৃ নিজের নয়, দেশেরও প্রতিনিধিত্ব করবে। আবাহনীর মতো বড় ক্লাবের কোচ হতে পেরে আমি খুশি। চ্যালেঞ্জ নিয়ে মুখিয়ে আছি। আপাতত গ্রুপের ম্যাচগুলো নিয়ে ভাবছি। গ্রুপে যেন আবাহনী ভাল করতে পারে সেদিকেই আমার মূল লক্ষ্য।’ আগামী ১১ ফেব্রুয়ারি থেকে আবাহনীর এএফসি কাপের জন্য অনুশীলন শুরু হবে। এই আসরের জন্য এই মুহূর্তে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছে না আবাহনী। নতুন করে বিদেশী কোচ আসলে তার চিনতে-বুঝতে সময় লাগতে পারে। তাই আপাতত বিদেশী কোচের পক্ষপাতী নয় আবাহনী। টিটু এর আগে মোহামেডান, শেখ জামাল, আরামবাগ ও সর্বশেষ চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় দলের হয়েও কোচের দায়িত্ব পালন করেছেন। শেখ জামালের হয়ে নেপালের পোখারা কাপ চ্যাম্পিয়ন, মোহামেডানের হয়ে সুপার কাপসহ অন্য দলে ফেডারেশন কাপের শিরোপা জেতার অভিজ্ঞতাও আছে তার।
×