ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোচ কামাল বাবুর কাণ্ডে বিস্মিত অর্ড

প্রকাশিত: ০৬:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮

কোচ কামাল বাবুর কাণ্ডে বিস্মিত অর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কামাল তুনে কামাল কিয়া’! স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা চলাকালে রহমতগঞ্জের কোচ কামাল বাবু যা করলেন তাতে এমনই রসালো মন্তব্য করলেন এক ফুটবলপ্রেমী। কি করেননি কামাল বাবু, আইন ভেঙ্গে খেলা চলাকালে ডাগআউট ছেড়ে জোর করে মাঠে ঢুকেছেন, রেফারির সঙ্গে বিবাদে জড়িয়েছেন, তেড়ে গিয়েছেন, বিপক্ষ দলের এক ফুটবলারের সঙ্গে তর্কে জড়িয়েছেন। তবে এত কিছুর পরও বিস্ময়করভাবে তাকে লালকার্ড দেখাননি রেফারি সুজিত ব্যানার্জি চন্দন। আর পুরো বিষয়টি দেখে দারুণ অবাক হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ এ্যান্ড্রু অর্ড। স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচে রেফারির পেনাল্টির সিদ্ধান্তটি মানতে না পেরে ডাগআউট থেকে মাঠে ঢুকে যান কামাল বাবু। প্রায় মিনিট পাঁচেক মাঠে ছিলেন তিনি। যা দেখে ভিআইপি গ্যালারি থেকে সোজা প্রেসবক্সে নেমে আসেন অর্ড। সাংবাদিকদের বলেন, ‘ফুটবলে নিয়মানুযায়ী কোচ ডাগআউট থেকে মাঠে গেলে তাকে লালকার্ড দেখিয়ে বের করে দিতে হবে। কিন্তু রহমতগঞ্জ কোচ কেন ডাগআউটে? রেফারি কেন তাকে বের করে দিলেন না? এমনটা তো আমি আগে কখনই দেখিনি। এটা আমাকে দারুণ অবাক করেছে।’ শুধু এ ম্যাচেই নয়, বিপিএলেও ম্যাচ পাতানো নিয়ে আলোচিত ছিলেন কামাল বাবু। সাইফ স্পোর্র্টিং ক্লাবকে পাতানো খেলার প্রস্তাব দেয়ার কথাটি একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন তিনি। তার অধীনে স্বাধীনতা কাপে শেখ জামালের বিপক্ষে রহমতগঞ্জের ম্যাচটিও ছিল প্রশ্নবিদ্ধ। এখান দেখার বিষয়, কামাল বাবুর বিষয়ে আদৌ কোন পদক্ষেপ নেয় কি না বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।
×