ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইনজুরি জর্জরিত প্রোটিয়াদের কঠিন পরীক্ষা

প্রকাশিত: ০৬:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮

ইনজুরি জর্জরিত প্রোটিয়াদের কঠিন পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা-ভারত তৃতীয় ওয়ানডে আজ। সফরে টানা দুই টেস্টে হেরে গেলেও শেষ ম্যাচ জিতে ব্যবধান কমিয়েছিল বিরাট কোহলির দল। শেষ টেস্টের সেই সাফল্য ওয়ানডেতেও অব্যাহত রাখে ভারত। প্রথম দুটি ম্যাচেই তুলে নেয় দাপুটে জয়। ছয় ওয়ানডের সিরিজে ২-০তে এগিয়ে থাকা কোহলিবাহিনী এখন বেশ আত্মবিশ্বাসী। অন্যদিকে ইনজুরি জর্জারিত প্রোটিয়াদের জন্য কঠিন পরীক্ষা। আগেই ছিটকে গেছেন তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। প্রথম ওয়ানডেতে একই পরিণতি বরণ করেন নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। দ্বিতীয় ম্যাচে তাই নেতৃত্ব দেন আনকোরা এইডেন মার্করাম। তারও শুরুটা সুখকর হয়নি। ভারতীয় স্পিনে নীল দক্ষিণ আফ্রিকা লজ্জাজনকভাবে মাত্র ১১৮ রানে অলআউট হয়ে হারে ৯ উইকেটে। সেদিন আবার ইনজুরিতে পড়েন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি-কক। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচে ঘরের মাটিতে রেকর্ড সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় ডোবার দিনে বাঁহাতের কবজির চোটে পড়েন ডি কক। বাকি ওয়ানডে ও টি২০ সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি জানিয়েছেন, এ ধরনের চোট থেকে সেরে উঠতে অন্তত দুই থেকে চার সপ্তাহ সময় লাগে। তাই এই সিরিজের চিন্তা বাদ দিয়ে ডি কককে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের জন্য প্রস্তুত করার দিকেই নজর দিচ্ছে। ডি ককের কোন বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। স্কোয়াডে থাকা হেনরিখ ক্লাসেন উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। ডুপ্লেসিস আঙ্গুলে ও ডি ভিলিয়ার্সের চোট হ্যামস্ট্রিংয়ে। ডুপ্লেসিসও এই সিরিজে ফিরতে পারবেন কি না নিশ্চিত নয়। তবে ধুন্ধুমার ডি ভিলিয়ার্স চতুর্থ ওয়ানডেতে খেলবেন বলে ধারণা করা হচ্ছে। অধিনায়ক কোহলির (১১২) দারুণ সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ওয়ানডেতে ২৬৯ রান টপকে ৬ উইকেটের জয় পায় ভারত। আর যুবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদবের ঘূর্ণিতে বেসামাল প্রোটিয়ারা দ্বিতীয় ম্যাচে গুটিয়ে যায় ১১৮ রানে। ঘরের মাটিতে ওয়ানডে ইতিহাসে দক্ষিণ আফ্রিকার এটি সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা। সেঞ্চুরিয়নের একতরফা ম্যাচে মামুলি লক্ষ্যটা ভারত পেরিয়ে যায় ৯ উইকেট আর ২৯.৩ ওভার হাতে রেখেই। ৫/২২Ñ ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিয়ে ম্যাচসেরা লেগস্পিনার চাহাল। আর চায়নাম্যান কুলদীপ নেন ৩ উইকেট। নিজেদের মাঠে প্রতিপক্ষের স্পিন-বিষে এভাবে নীল হওয়ার ঘটনা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে প্রায় বিরল। চাহালের বোলিং ফিগার ৮.২-১-২২-৫। দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন স্পিনারের দ্বিতীয়সেরা। সেরা সাবেক প্রোটিয়া নিকি বোয়ের ৫/২১। তবে ভিনদেশীদের মধ্যে চাহালই ওপরে। চাহাল বলেন, ‘আমি রান বাঁচানোর চেয়েও বেশি মনোযোগ দিই উইকেট তোলার ব্যাপারে। যে কারণে বলে ফ্লাইট করাই। জানি, ব্যাটসম্যান হয়তো আমাকে একটা ছয় মেরে দিতে পারে। কিন্তু অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সমর্থন যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে। তারা আমার পাশেই আছে।’ বলেন চাহাল। সাধারণত ছোট ফরমেটে লেগস্পিনাররা সুবিধা করতে পারেন না। সেখানে আইপিএলের মতো ধুন্ধুমার টি২০তেও সফল চাহাল, ‘ব্যাটসম্যানকে নিয়ে বেশি ভাবলে কিন্তু আপনি নিজের দক্ষতার প্রতি সুবিচার করতে পারবেন না। কত বড় ব্যাটসম্যান ব্যাট করছে আমি সেটা নিয়ে ভাবি না। কেবল নিজের শক্তি অনুযায়ী বল করার চেষ্টা করি।’
×