ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে তৈরি এলডিপি, এলডিডি, নাট, বোল্ট ও স্ক্রু রফতানির সম্ভাবনা

প্রকাশিত: ০৬:০১, ৭ ফেব্রুয়ারি ২০১৮

দেশে তৈরি এলডিপি, এলডিডি, নাট, বোল্ট ও স্ক্রু রফতানির সম্ভাবনা

সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পণ্য বিক্রির পাশাপাশি ওয়ালটন প্যাভিলিয়নে কনজ্যুমার গুডস্ এর ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন পণ্য উৎপাদন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও পরিদর্শন করেছেন। প্রথমবারের মতো প্যাভিলিয়নে প্রদর্শিত দেশেই তৈরি উচ্চ গুণগতমানের এলডিপি, এলডিডি, মাস্টারব্যাচ, এ্যালুমিনিয়াম ফয়েল ট্যাপ, নাট, বোল্ট ও স্ক্রুসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সলিউসনস দেখে অভিভূত হয়েছে তারা। জানা গেছে, নিজস্ব প্রয়োজন মিটিয়ে এসব ইন্ডাস্ট্রিয়াল সলিউসনস এখন দেশ ও দেশের বাইরে বিক্রির প্রক্রিয়া শুরু করেছে ওয়ালটন। যার অংশ হিসেবেই এসব পণ্য প্রদর্শন করা হয়েছে এবারের মেলায়। ইতোমধ্যে কয়েকটি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা এসব পণ্য নেয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন বলে জানান প্যাভিলিয়নের কর্মকর্তারা। সদ্য সমাপ্ত বাণিজ্যমেলায় ওয়ালটন প্যাভিলিয়নে হোম এ্যাপ্লায়েন্সেসের মধ্যে প্রেসার কুকার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, আয়রন বা ইস্ত্রি, ব্লেন্ডার সর্বাধিক বিক্রি হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×