ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ০৫:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০১৮

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতের সিএ্যান্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে সে দেশের কাস্টমসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। সে দেশের ঘোজাডাঙ্গা ল্যান্ড কাস্টমস স্টেশনের অশোভনীয় আচরণ ও অন্যায় দাবির প্রতিবাদে ভারতের ঘোজাডাঙ্গা সিএ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ কর্মবিরতির ডাক দেয়। কর্মবিরতির কারণে সহস্রাধিক আমদানি পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে। আর আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় গত দুদিনে বাংলাদেশ সরকার প্রায় ৬ কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে। ভোমরা স্থলবন্দর সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ লাগাতার কর্মবিরতির ঘোষণা জানানো হয়। সে দেশের ল্যান্ড কাস্টমস স্টেশনের আধিকারিকদের অশোভনীয় আচরণ ও অন্যায় দাবির প্রতিবাদে তাদের সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতি সিদ্ধান্ত অনুসারে সোমবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচীতে অংশ নিচ্ছে। তারা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করায় আমাদের দেশেও কার্যত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভোমরা শুল্ক স্টেশনের সহকারি কমিশনার রেজাউল হক ভারতের সিএ্যান্ডএফের সঙ্গে সে দেশের কাস্টমসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত দুদিন যাবত দুদেশের আমদানি রফতানি বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেন।
×