ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাখা ব্যবস্থাপক সাময়িক বরখাস্ত

বগুড়ার ঘটনায় রূপালী ব্যাংকের জিরো টলারেন্স

প্রকাশিত: ০৫:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০১৮

বগুড়ার ঘটনায় রূপালী ব্যাংকের জিরো টলারেন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ বগুড়ায় রূপালী ব্যাংকের মহাস্থান শাখা ব্যবস্থাপকের অননুমোদিত অনুপস্থিতির ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ইতোমধ্যে প্রধান কার্যালয় থেকে উচ্চ পর্যায়ের অডিট টিম পাঠানোর পাশাপাশি শাখা ব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান ও বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে ৮ সদস্যের যৌথ তদন্ত কমিটি গঠন করে হয়েছে। জানা গেছে, গত রবিবার থেকে রূপালী ব্যাংকের মহাস্থান শাখা ব্যবস্থাপক জোবায়েনুর রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি রূপালী ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে প্রধান কার্যালয় থেকে উচ্চ পর্যায়ের অডিট টিম পাঠানো হয়। ইতোমধ্যে প্রধান কার্যালয়ের ডিজিএম ইকবাল হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি তদন্ত শুরু করেন। এর আগে সোমবার ব্যাংকের রাজশাহী বিভাগীয় অডিট বিভাগের প্রধান এজিএম তোফায়েলের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি অডিট শুরু করেন। ইতোমধ্যে বগুড়া সদর থানার সাধারণ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানায়, প্রধান কার্যালয় থেকে পাঠানো অডিট টিমের তদন্ত রিপোর্ট দেয়ার পর প্রকৃত বিষয়টি জানা যাবে। ব্যাংক কর্তৃপক্ষ আর জানায়, এ ঘটনায় আমানতকারীদের কোন ধরনের সমস্যা হবে না। রূপালী ব্যাংক গ্রাহকদের আমানতের সর্বোচ্চ সুরক্ষা দিতে বদ্ধপরিকর।
×