ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিমেন্ট খাতের ৫ কোম্পানির কমেছে মুনাফা

প্রকাশিত: ০৫:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০১৮

সিমেন্ট খাতের ৫ কোম্পানির কমেছে মুনাফা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের ৭টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর ২০১৭ (জুলাই-ডিসেম্বর’১৭) সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) আগের বছর একই সময় থেকে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ইপিএস বেড়েছে মাত্র ১টির বা ২০ শতাংশের, লোকসান বেড়েছে ১টির বা ২০ শতাংশের এবং ৩টির বা ৬০ শতাংশ প্রতিষ্ঠানের ইপিএস আগের বছর থেকে কমেছে। ইপিএস সবচেয়ে বেশি কমেছে প্রিমিয়ার সিমেন্টে। কোম্পানিটির ইপিএস কমেছে ৭২ শতাংশ, ইপিএস কম ২৬ শতাংশ কমেছে কনফিডেন্স সিমেন্টের। শান্তা ফার্স্ট ইনকাম ফান্ডের আবেদন ১৪ ফেব্রুয়ারি শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের আবেদন। জানা গেছে, মিউচুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ২ কোটি টাকা। বাকি ১৮ কোটি টাকা সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা ইউনিট বিক্রির মাধ্যমে তোলা হবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা ও ব্যবস্থাপক শান্তা এ্যাসেট ম্যানেজমেন্ট। আর ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এর আগে, গত ১৬ জানুয়ারি শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
×