ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৌশলগত বিনিয়োগকারী হিসেবে সাংহাইকে বেছে নিল ডিএসই

প্রকাশিত: ০৫:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮

কৌশলগত বিনিয়োগকারী হিসেবে সাংহাইকে বেছে নিল ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাংহাই স্টক এক্সচেঞ্জকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পাশে পাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির কাছে ২২ টাকা দরে প্রতিটি শেয়ার বিক্রি করে এই অংশীদারিত্ব দেয়া হচ্ছে। মঙ্গলবার ঢাকা স্টক একচেঞ্জের পরিচালনা পর্ষদ সাংহাই এবং সেনজেনের কনর্সোটিয়ামকে ২২ টাকা প্রতিটি শেয়ার এবং ৩৭ মিলিয়ন মার্কিন ডলারের কারিগরি সহায়তা দেয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেয়া হয়। এই কনর্সোটিয়ামটি ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ২৫ শতাংশ শেয়ার কিনবে। এর আগে বিকেলে ডিএসইর পরিচালনা পর্ষদ ডিএসইর কৌশলগত বিনিয়োগকারীর জন্য জমা দেয়া আবেদনপত্র যাচাই-বাছাই করে। যাচাই-বাছাই শেষে পর্ষদ সাংহাইকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বেছে নেয়। ডিএসইর নির্ভরশীল সূত্রে জানা গেছে, ভারতের ন্যাশনাল স্টক একচেঞ্জ, ফন্ট ইয়ার বাংলাদেশ এবং নাসডাকের একটি কনসোর্টিয়ামও ১৫ টাকা দরে এবং কারিগরি সহায়তা দেয়ার শর্তে ডিএসইর ২৫.০১ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরিচালনা পর্ষদ সাংহাইকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বেছে নেয়। যদিও কৌশলগত বিনিয়োগকারী পেতে ডিএসইকে কয়েকবার সময় বাড়ানোর আবেদন করতে হয়েছিল। এবার বেঁধে দেয়া সময়ের মধ্যেই সাংহাইকে বেছে নিল ডিএসই। এখন বাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ডিএসই এই শেয়ার বিক্রি করবে।
×