ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিনিয়োগসীমা পুনর্বিন্যাস চেয়ে সিএসইর প্রস্তাব

প্রকাশিত: ০৫:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮

বিনিয়োগসীমা পুনর্বিন্যাস চেয়ে সিএসইর প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে স্থিতিশীলতার জন্য ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বা এক্সপোজারের সীমা পুনর্বিন্যাস বা রিভিউ চেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার সিএসইর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেনের সই করা একটি চিঠি অর্থমন্ত্রীর কাছে দেয়া হয়েছে বলে সিএসই সূত্রে জানা গেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর রেগুলেটরি মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। রেগুলেটরি মূলধনের মধ্যে রয়েছে পরিশোধিত মূলধন, অবণ্টিত মুনাফা, প্রিমিয়াম আয় ও বিধিবদ্ধ সঞ্চিতি। এই সীমাকে নতুন করে নির্ধারণ কিংবা সংজ্ঞা পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে সিএসই। যাতে সামান্য শেয়ারের দর বাড়লে ওভার এক্সপোজার না হয়ে যায়। পুঁজিবাজারে স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য ন্যাশনাল কো-অর্ডিনেটিং কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। আর তৃতীয় প্রস্তাব হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে আরও শক্তিশালী করার প্রস্তাব দেয়া হয়েছে। যাতে বাজারের সঙ্কটের সময় আইসিবি ভালভাবে পুঁজিবাজারকে সাপোর্ট দিতে পারে।
×