ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টানা পতন শেষে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

প্রকাশিত: ০৫:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০১৮

টানা পতন শেষে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা ৫ দিনের পতন কাটিয়ে মঙ্গলবার মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৭৯ পয়েন্ট। এদিকে ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩২২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে প্রায় ১১৭ কোটি ৫৮ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৪২ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৭৬টির, কমেছে ৩৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। সারাদিনই সূচকের উত্থান অব্যাহত থাকার কারণে শেয়ার বিক্রির চাপ কম ছিল। উল্টো ক্রেতার চাহিদা বেশি ছিল। এমনকি বেশ কিছু কোম্পানির দরবৃদ্ধির সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন চলতে থাকে। সবমিলেও বাজারের পতন আতঙ্ক কিছুটা কমে যায়। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৭৯ বেড়ে ৫ হাজার ৯৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮ বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৪ বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, ফার্মা এইড, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, বিবিএস কেবল, বিডি ফাইন্যান্স, গ্রামীণফোন, কনফিডেন্স সিমেন্ট ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ফার্মা এইড, পদ্মা লাইফ, রিপাবলিক, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক, সেন্টাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স ও ইস্টার্ন লুব্রিক্যান্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, রেনেটা, বিজিআইসি, জিবিবি পাওয়ার, গ্রিন ডেল্টা, আইসিবি মিউচুয়াল ফান্ড, পিএফআই মিউচুয়াল ফান্ড, কে এ্যান্ড কিউ, এনভয় টেক্সটাইল ও সিডিভিএম মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৯৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিডি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, ড্রাগন সোয়েটার, কেয়া কসমেটিক, বিবিএস কেবল, প্যারামাউন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক ও সিঙ্গারবিডি।
×