ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাশূন্য পাড়ি দেবে সুপারকার!

প্রকাশিত: ০৫:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০১৮

মহাশূন্য পাড়ি দেবে সুপারকার!

যুগান্তকারী পদক্ষেপ! এবার মহাকশে পৌঁছবে গাড়ি। এলন মাস্ক বাজারে নিয়ে এসেছে এমনই এক সুপারকার। যেটি রকেটে চড়ে পাড়ি দেবে মহাশূন্যে। সোমবারই একটি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে সংস্থাটি। চেরি লাল রঙের এলম মাস্কের তেসলা রোডস্টার মহাকাশে পাড়ি দিতে একেবারে তৈরি। স্পেসএক্স ফ্যালকন হেভি শাটলের প্লেলোড চেম্বারে এ গাড়িটিকে রাখা হয়েছে। জানা গেছে, স্পেসএক্স ফ্যালকন রকেটটি এযাবতকালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট। এমনটাই মনে করেন গবেষকরা। তারা দাবি করেছেন, এ রকেটে করে গাড়িটি ভাল করেই মহাকাশে যেতে পারবে এবং যে উদ্দেশ্যে তাকে পাঠানো হচ্ছে, সেটি সফল হবে। কর্তৃপক্ষ জানায়, এ রকেটটির লঞ্চ টেস্টিংয়ের সময় স্টিল ব্লকসের পরিবর্তে রকেটে এ গাড়িটি থাকবে। এলন মাস্ক সংস্থা রকেটের ভিতর গাড়িসহ ছবিটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি।- সায়েন্স এলার্ট ও রেডিট ডটকম
×