ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এক হাজার পিস ইয়াবা ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

প্রকাশিত: ০৫:৫২, ৭ ফেব্রুয়ারি ২০১৮

এক হাজার পিস ইয়াবা ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মাদক সরবরাহকারীকে ধরিয়ে দিলে মিলবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পুরস্কার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন আহমেদ পুরস্কারের এ ঘোষণা দিয়েছেন। এক হাজার ইয়াবা ধরিয়ে দিতে পারলে থাকবে ২০ হাজার টাকা পুরস্কার। এক্ষেত্রে বিজয়ীর পরিচয় গোপন রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। যৌথভাবে পথশিশুদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ ও ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, ‘যারা মাদক সরবরাহ করে তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেয়া হবে। বস্তিগুলোর বিভিন্ন জায়গায় মাদক ও ইয়াবা ব্যবসায়ী থাকে। তারা নিয়মিত মাদক সরবরাহ করে। এদের ধরিয়ে দিলে পুরস্কার দেব আমরা।
×