ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনের মাধ্যমে মানুষ মুক্তির নিশ্বাস ফেলতে চাচ্ছে ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০১৮

নির্বাচনের মাধ্যমে মানুষ মুক্তির নিশ্বাস ফেলতে চাচ্ছে ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ দেশের মানুষ আজ অবরুদ্ধ। এ অবরুদ্ধ অবস্থা থেকে মানুষকে উদ্ধার করতে হবে। আগামী নির্বাচনে দেশবাসী এই অবরুদ্ধ অবস্থার জবাব দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার দল প্রধানের বনানীস্থ কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশ জনতা ফ্রন্টের মহাসচিব এ কেএম শফিকুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি তসলিম উদ্দিন মুন্সী, ডাঃ এমএ সাজ্জাদুল ইসলাম মোঃ রেজাউল করিম বাবলু, মোঃ ফজলুর রহমান তপন, গোলাম রব্বানী চাষী, মোঃ শহিদ চৌধুরী, গোলবাধন নাহার জিনা, ফারজানা ইসলাম ও মোঃ হাবিবুর রহমানসহ শতাধিক নেতাকর্মী এরশাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন। জাপায় যোগদানকারীদের স্বাগত জানিয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের মনে শান্তি নেই। মানুষ মুক্ত নিঃশ^াস নিতে চায়। মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারেন না। সাংবাদিকরা কিছু লিখতেও পারে না। নির্বাচন আর বেশি দূরে নেই। নির্বাচনের মধ্যদিয়েই পরিবর্তন আসবে। জনগণ এই অবস্থার জবাব দেবে। নির্বাচনের মাধ্যমে মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলতে চাচ্ছে বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। এরশাদ বলেন, আমরা নয় বছর দেশ শাসন করেছি। কোনদিন এমন পরিস্থিতি ছিল না। মানুষ নিরাপদে চলাফেরা করতে পারেছেন। কেউ আতঙ্কের মধ্যে ছিলেন না। এখন মানুষকে আতঙ্কে থাকতে হয়। কখন কী হয় কেউ বলতে পারে না। কিন্তু এই পরিস্থিতি তো চলতে পারে না। চলতে দেয়া যায় না। এটি গণতন্ত্রের আসল রূপ নয়। আমরা গণতন্ত্রের প্রকৃত চর্চা করছি। ভবিষ্যতেও করতে চাই। তাই মানুষ চায় জাতীয় পার্টিকে। জাতীয় পার্টি ছাড়া দেশের মানুষের মুখে হাসি ফুটবে না। যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী। যোগদানকারীদের উদ্দেশে এরশাদ আরও বলেন, আপনারা কেন যোগদান করতে এসেছেন। আপনারা বুঝতে পেরেছেন আগামী দিনে জাতীয় পার্টি ছাড়া কোন বিকল্প নেই। আপনারা এসেছেন এতে জাতীয় পার্টির শক্তি বৃদ্ধি হলো। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। দেশের মানুষের কাছে বার্তা পৌঁছে যাবে জাতীয় পার্টি ক্রমেই শক্তিশালী হচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। সামনে আমাদের সম্ভাবনা আছে। তাই দলে দলে মানুষ জাতীয় পার্টির পতাকাতলে জড়ো হচ্ছে। মানুষ সুযোগ খুঁজছে। সুযোগ পেলে আওয়ামী লীগ ও বিএনপি উভয়কেই প্রত্যাখান করবে। তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু আওয়ামী লীগ-বিএনপি দেশকে সন্ত্রাস ও দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারে নাই। যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, মেজর খালেদ আখতার (অব) মোঃ শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা ম-লীর সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ মুক্তি এমপি, শফিকুল ইসলাম শফিক, সম্পাদক ম-লীর সদস্য মোঃ জসিম উদ্দিন ভুইয়া, মোবারক হোসেন আজাদ, ফকরুল আহসান শাহজাদা, এমএ রাজ্জাক খান প্রমুখ। কদমতলিতে অবস্থান নেবে জাপা ॥ খালেদা জিয়ার রায়কে কেন্দ্র অশুভ গোষ্ঠী যাতে করে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলি থানা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ৮ ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। মঙ্গলবার বিকেলে শ্যামপুর-কদমতলি থানা জাতীয় পার্টির যৌথ সভায় তিনি এই নির্দেশ দেন। এই সময় পুরো রাজধানীতে ঢাকা মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীদেরও সর্তক থাকার আহ্বান জানান তিনি। সভায় এমপি বাবলা বলেন, ৮ ফেব্রুয়ারি একটি রায়কে কেন্দ্র করে একটি অশুভ গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা পরিস্থিতির পাঁয়তারা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোন অরাজকতা মোকাবেলায় কাজ করছে। তারপরও দায়িত্বশীল একজন রাজনৈতিক কর্মী হিসেবে সাধারণ মানুষের যে কোন আপদ বিপদে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাই আগামী ৮ ফেব্রুয়ারি আমার নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলিবাসীর সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদেরকেও পাড়া মহল্লায় অবস্থান করে সর্তক থাকতে হবে। কদমতলি থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানার সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সহ সভাপতি জহিরুল ইসলাম জহির, হানিফ সর্দার, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ। এর আগে ৫১ নং ওয়ার্ড এর নব গঠিত পূর্ব দোলাইপাড় ইউনিট জাতীয় পার্টির নেতারা এমপি আবু হোসেন বাবলার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। গাইবান্ধা-১ উপনির্বাচনে জাপার প্রার্থী ব্যারিস্টার শামীম জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আসন্ন উপনির্বাচনে জাতীয় সংসদীয় আসন ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন চেয়ারম্যানের বিচার বিভাগীয় উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে। প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এ কারণে আসনটি শূন্য হলে ২০১৭ সালের ২২ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ। কিন্তু তিনিও গত ১৮ নবেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। গত ১৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফলে আসনটি আবারও শূন্য হওয়ায় আগামী ১৩ মার্চ উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আসন্ন ১৩ মার্চ উপনির্বাচনে জাতীয় পার্টি ‘লাঙ্গল’ মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
×