ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৫:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপি জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মী আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার সম্ভাব্য রায়কে ঘিরে সৃষ্ট উত্তেজনার প্রাক্কালে দেশব্যাপী পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গত সোমবার রাতে এবং মঙ্গলবার এই দু’দিনে বিভিন্ন জেলা-উপজেলা ও থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সাড়ে ৫ শতাধিক ব্যক্তিকে আটক করেছে। এদের অধিকাংশ বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে এবং অনেকের নামে আগেই থানায় মামলা রুজু ছিল। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের বড় দেওড়া মিত্তিবাড়ী এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে টঙ্গী থানা পুলিশ। টঙ্গী থানার ওসি (তদন্ত) হাসানুজ্জামান জানান, হাসান সরকার পুলিশ হেফাজতে আছেন। অন্যদিকে ঢাকার বাইরে গ্রেফতারকৃতদের সোমবার রাতে এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলহাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাজশাহীতে ৯৫, রংপুরে ৯০, সাতক্ষীরায় ৭১, বাগেরহাটে ৫৪, নীলফামারীতে ৩৯ এবং মাগুরা, খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরে ৩১ জন করে অন্যান্য জেলা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৫শ’ ১০ জনকে আটক করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। জানা গেছে, রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত শিবিরের ১০ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে ৯৫ জনকে আটক করেছে জেলা ও মহানগর পুলিশ। মঙ্গলবার দুপুরে আটকদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রংপুর ॥ রংপুরে পুলিশের বিশেষ অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ৮ উপজেলার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ১৯ নেতাকর্মীসহ মোট ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী অভিযানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আরজেদ ও তাঁতী দলের সাধারণ সম্পাদক নসিরউদ্দীন এবং বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীসহ ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট ॥ পুলিশ অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপি, জামায়াতের সাত নেতাকর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। নীলফামারী ॥ নাশকতা, বিভিন্ন মামলা ও চার্জশীটভুক্ত পলাতক ৫ বিএনপি নেতা ও ২ জামায়াত নেতাসহ ৩৯ আসামিকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ। জেলার বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়। মাগুরা ॥ সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ বিএনপির নেতাকর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে। খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩১ নেতাকর্মী আটক হয়েছে। সোমবার রাতভর অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এখনও অভিযান চলছে। পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে শত শত দলীয় নেতাকর্মী এখান বাড়ি-ঘর ছাড়া। তবে বিএনপির দাবি করেছে তাদের ৩৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর ॥ জেলায় বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। কুড়িগ্রাম ॥ নাশকতার আশঙ্কায় কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর মধ্যে ১৮ জন বিএনপি ও ২ জন জামায়াতের নেতাকর্মী বলে জানায় পুলিশ। কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৯ উপজেলায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। গাইবান্ধা ॥ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন যুবদল সভাপতি মাজেদুল ইসলাম সাজু, সুন্দরগঞ্জে পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জামায়াত কর্মী রুহুল আমিন, পলাশবাড়ির বরিশাল ইউনিয়ন বিএনপির সেক্রেটারি রুহুল আমিন খন্দকার ও জামায়াত কর্মী নুরুজ্জামান সরকার, সাদুল্যাপুরের বড় দাউদপুর বিএনপিকর্মী মেহেদী হাসান অন্যতম। দিনাজপুর ॥ দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিশেষ অভিযানে বিএনপির ৯ জন ও জামায়াতের ৪ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, হাকিমপুর থানায় ৪ জন, নবাবগঞ্জে ৩ জন ও বীরগঞ্জে ২ জন বিএনপি কর্মী এবং চিরিরবন্দরে ৩ জন ও খানসামা থানায় ১ জন জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়। ভৈরব ॥ সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৮ নেতাকর্মীকে আটক করে। তারা হলো- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহার মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারেকুজ্জামান পার্নেল এবং বিএনপিকর্মী আতাউর রহমান, মাসুদ, আকরাম ও জুয়েল। মাদারীপুর ॥ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান ও সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জামিনুর হোসেন মিঠুসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। কচুয়া, চাঁদপুর ॥ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কচুয়া উপজেলার সভাপতি সাবেক মেয়র হুমায়ন কবীরসহ ৩জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে কচুয়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার চাঁদপুর জেলহাজতে প্রেরণ করেছে। কালকিনি, মাদারীপুর ॥ কালকিনিতে বিএনপির সভাপতি ও জামায়াতের সম্পাদকসহ ৪ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে তাদেরকে আটকের পরে মঙ্গলবার সকালে মাদারীপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ শাহজাদপুরে পুলিশের অভিযানে বিএনপি, জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। সোমবার গভীর রাত পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পোরজনা ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল হোসেন লালু ও পৌর জামায়াতের সাবেক আমির আঃ রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। আমতলী, বরগুনা ॥ আমতলী পৌর শহরে অভিযান চালিয়ে সোমবার রাতে ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শহরের নয়াবেঙ্গলী গ্রাম থেকে পৌর ছাত্রদলের সভাপতি ইসরাত শাহ আল আমিন পিকু ও বটতলা নামক স্থান থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল মাঝিকে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। যশোর ॥ মুহাদ্দিস আবু সাঈদ মোঃ শাহাদৎ হুসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে যশোর সদরের রূপদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মুহাদ্দিস আবু সাঈদ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য, জামায়াতে ইসলামী যশোর জেলা কমিটির নায়েবে আমির এবং যশোরের পদ্মবিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ। পুলিশ বলছে, মুহাদ্দিস সাঈদ নাশকতার বেশ কয়েকটি মামলার আসামি। মোহনগঞ্জ, নেত্রকোনা ॥ সোমবার রাতে মোহনগঞ্জে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-সাবেক পৌর যুবদলের সভাপতি মোঃ মাসুদ মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেম শায়েস্তা মিয়া। মঙ্গলবার দুপুরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে পুুলিশ। ঝিনাইদহ ॥ নাশকতার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জামায়াত নেতা নাজমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যারাতে নিজ বাসায় গোপন মিটিং করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। সে সময় পুলিশ তার বাসা থেকে ১২টি হাতবোমা উদ্ধার করেছে। উল্লেখ্য, এর আগে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইনকে বেশ কয়েকবার আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরা তিনজনই গত ২০১৪ সালে জামায়াত থেকে নির্বাচিত হয়।
×