ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ সতর্ক থাকবে, তবে কোন উস্কানি নয় ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০১৮

আওয়ামী লীগ সতর্ক থাকবে, তবে কোন উস্কানি নয় ॥ কাদের

সংসদ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৮ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সতর্ক পাহারায় সজাগ থাকবে। যে কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার প্রয়োজনে পুলিশকে সহযোগিতা করবে। মঙ্গলবার রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা পাল্টাপাল্টি কোন প্রকার কর্মসূচী নেয়নি। আমাদের এখানে সহযোগী ও সিটির নেতারা এসেছিল। তাদেরকে বলা হয়েছে, আমাদের পক্ষ থেকে কোন প্রকার উস্কানি যেন না দেয়। আমরা যেন কোন প্রকার উস্কানি না দেই। যদি বিএনপি মিলিটান্স ভায়োলেন্স করতে যায় এ জন্য আমাদের উদ্বেগ শঙ্কা আছে দাবি করে তিনি বলেন, তারা সেদিন প্রকাশ্য দিবালোকে হাইকোর্টের সামনে পুলিশের প্রিজনভ্যানে আক্রমণ ও ভাংচুর করে। পুলিশের রাইফেল পর্যন্ত ভাংচুর করেছে। তাদের আসামি ছিনিয়ে নেয়ার বিষয়টি কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। এটা কোন সাধারণ অপরাধ নয়, এটা গুরুতর অপরাধ। তিনি বলেন, এই ধরনের ঘটনা যারা ঘটাতে পারে তারা ৮ তারিখেও নাশকতার আশ্রয় নিতে পারে। এ ব্যাপারে পুলিশের কাছে কিছু তথ্যও রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ সব কারণে আমরা আজ থেকেই সর্তক থাকব। সজাগ থাকব। এ ধরনের পরিস্থিতি যখন ঘটে যাবে জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার স্বার্থে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনে আমরা পুলিশকে সহযোগিতা করব। কারণ আমরা ক্ষমতায় আছি। আমরা দায়ে পড়ে কেন অশান্তি ডেকে আনব। ক্ষমতাসীন দল দায়ে পড়ে কেন দেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা নষ্ট করবে। দেশ তো শান্তিতে চলছে। আমরা কেন অশান্তি ডেকে আনব। আমাদের তো প্রয়োজন নাই। তিনি বলেন, তারা (বিএনপি) যদি উস্কানি দেয়, সেদিন হাইকোর্টের সামনে পুলিশের প্রিজনভ্যানে হামলার মতো পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে আইনপ্রয়োগকারী সংস্থা পরিস্থিতি মোকাবেলা করবে। প্রয়োজনে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পাশে থাকবে। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে মাহবুব উল আলম হানিফ, ডাঃ দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী, এ কেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আবদুস সোবহান গোলাপ, আব্দুস সবুর, হাবিবুর রহমান সিরাজ, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন, হারুন অর রশিদ, আবদুস সাত্তার, ফরিদন্নাহার লাইলী, ডাঃ রোকেয়া সুলতানা, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এসএম কামাল হোসেন, আনোয়ার হোসেন এবং সহযোগী সংগঠনের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাদেক খান, শাহে আলম মুরাদ, যুবলীগের হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মোঃ আবু কাওছার, মহিলা আওয়ামী লীগের সাফিয়া খাতুন, মাহমুদা বেগম কৃক, যুব মহিলা লীগের নাজমা আকতার, অপু উকিল, ছাত্রলীগের সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। দুর্নীতির মামলা নিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন বিএনপি নেত্রী ॥ খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে বিএনপি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রীর এতিমের টাকা আত্মসাতের দুর্নীতির মামলার রায় হবে। এই রায়কে কেন্দ্র করে বিএনপির চরম মিথ্যাচার করছে। মঙ্গলবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক আলোচনা সভায় হানিফ আরও বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা আওয়ামী লীগ সরকারের সময় হয়নি। এই মামলা হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়। আমরা বলেছি এই মামলায় আদালতের মাধ্যমে বেগম জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, তাতে আমাদের কোন আপত্তি নেই। রায়ের আগে ও পরে দেশে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, এই মামলার রায়কে সামনে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশের জনগণ তা হতে দেবে না। খালেদা জিয়ার বক্তব্যের জবাবে তিনি বলেন, এই দেশের ১০-১৫ হাজার মানুষের চোখের ভাষা দিয়ে ১৬ কোটি মানুষের চোখের ভাষা বোঝা যায় না। তিনি বলেন, আইন সবার জন্য সমান। আইনের চোখে বিএনপি নেত্রী অপরাধী হলে শাস্তি তাঁকে পেতেই হবে। ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকা জেলার শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মিছবাহুর রহমান চৌধুরী ও শায়ক খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।
×