ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সর্ববৃহৎ কেবল কার

প্রকাশিত: ০৩:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০১৮

সর্ববৃহৎ কেবল কার

ভিয়েতনামে সোমবার বিশ্বের সবচেয়ে বড় কেবল কার রুট উদ্বোধন করা হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৯শ’ মিটার। ভিয়েতনামের সবচেয়ে বড় দ্বীপ পু কুয়কে পর্যটকদের চলাচলের সুবিধার্থে এটি চালু করা হয়েছে। রুটটি ওই দ্বীপের তোহি শহর ও আরেকটি ক্ষুদ্র দ্বীপ হন থমকে সংযুক্ত করেছে। এই কেবল সিস্টেমের আওতায় ৬৯টি কার চলাচল করবে।- সিনহুয়া তীব্র মাত্রার বায়ু দূষণ বিপজ্জনক উচ্চ মাত্রার বায়ু দূষণ ইরানের রাজধানী তেহরানকে ছেয়ে ফেলায় মঙ্গলবার সেখানকার সব স্কুল বন্ধ ছিল। সোমবার তেহরানে দূষণের কণার মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১৭৩ মাইক্রোগ্রাম, তবে একটি অংশে তা পৌঁছায় ২৩১ মাইক্রোগ্রামে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষিত সহনীয় ২৫ মাইক্রোগ্রামের থেকে অনেক বেশি। দূষণের ক্ষুদ্র কণাগুলো ফুসফুসের গভীরে জমা হয় এবং তা মানুষের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর।-এএফপি
×