ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনী তলব

মস্কোয় রেকর্ড তুষারপাত, সড়ক-ফুটপাথ চলাচলের অযোগ্য

প্রকাশিত: ০৩:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০১৮

মস্কোয় রেকর্ড তুষারপাত, সড়ক-ফুটপাথ চলাচলের অযোগ্য

রাশিয়ার রাজধানী মস্কোতে রেকর্ড পরিমাণ তুষারপাতে বিমান চলাচলে বিঘœ ঘটেছে, শত শত গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক ও ফুটপাথগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় নগরীর রাস্তাগুলো পরিষ্কার করার জন্য সেনাবাহিনীকে তলব করেছে মস্কোর কর্তৃপক্ষ। খবর ওয়েবসাইট। তাপমাত্রা ক্রমাগত জিরো ডিগ্রী সেলসিয়াসের নিচে থাকায় শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির সময় মস্কোতে টানা ৩৬ ঘণ্টায় প্রায় এক মাসের সমপরিমাণ তুষারপাত হয়। আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর থেকে রাশিয়ার রাজধানীতে এটিই সবচেয়ে বেশি তুষারপাথের ঘটনা। এই ঘটনাকে ‘শতাব্দির তুষারপাত’ বলে বর্ণনা করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি বলেন, তুষারের ভারে একটি গাছ ইলেক্ট্রিক লাইনের ওপর পড়ার পর তার ছিঁড়ে একজনের মৃত্যু হয়েছে। তুষারের ভারে দুই হাজারেরও বেশি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যান্য ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র সোবিয়ানিন। রাশিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী মস্কোর বিভিন্ন এলাকা ও এর আশপাশের এলাকাগুলো থেকে তুষার পরিষ্কার জন্য তারা এক শ’ সৈন্য, দুটি তুষার পরিষ্কার করার ট্র্যাক্টর ও একটি ট্রাক পাঠিয়েছে। সোমবার তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রী থাকায় মস্কোর স্কুলগুলো সেদিন বন্ধ রাখা হয়। রাজধানীর বাসিন্দাদের তাদের ব্যক্তিগত গাড়ি পরিবর্তে চলাচলের জন্য গণপরিবহন ব্যবহার করতে উৎসাহিত করছে কর্তৃপক্ষ। রাস্তাগুলোতে প্রচুর তুষার জমে থাকায় চলাচল কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন মস্কোর বাসিন্দা লিলিয়া বেলকিনা। এদিকে স্পেনের অধিকাংশ স্থানে ভারি তুষারপাত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সোমবার স্পেনের বিভিন্ন স্থানে শিশুদের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে এবং রাজধানী মাদ্রিদে প্রায় ৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর ব্যবস্থাপনা কোম্পানি এইনা’র একজন নারী মুখপাত্র জানান, তুষারপাতের কারণে রাজধানীতে অবস্থিত বিমানবন্দরটির চারটি রানওয়ের দুটি বন্ধ রাখতে হয়েছে। এতে ৭০টি ফ্লাইট বাতিল করতে হয়। তিনি আরও বলেন, দিনের শেষে রানওয়ে দুটি খুলে দেয়া হয়। ক্যাস্টিলা-লা মানশার আঞ্চলিক সরকার জানিয়েছে, স্কুল ও বাসরুটগুলো বন্ধ হয়ে যাওযায় ৩৮ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বাড়িতেই অবস্থান করতে হয়েছে। ভারি তুষারপাতের কারণে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য আঞ্চলে কয়েক হাজার স্কুলগামী শিশু স্কুলে যেতে পারেনি। বৈরী আবহাওয়ায় দেশের বিভিন্ন স্থানে রেলপথ ও সড়কপথগুলোও বন্ধ ছিল।
×