ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিসরে জঙ্গীদের বিরুদ্ধে ইসরাইলী বাহিনীর গোপন অভিযান

প্রকাশিত: ০৩:৪৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮

মিসরে জঙ্গীদের বিরুদ্ধে ইসরাইলী বাহিনীর গোপন অভিযান

ইসরাইলী জঙ্গীবিমান, ড্রোন ও হেলিকপ্টার মিসরীয় ভূখ-ের জঙ্গীদের বিরুদ্ধে গোপনে হামলা পরিচালনা করছে। মিসরীয় সরকারের অনুমোদনেই তারা এসব হামলা পরিচালনা করছে বলে রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। খবর ডন নিউজের। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অচিহ্নিত ইসরাইলী ড্রোন, হেলিকপ্টার ও জঙ্গীবিমান দুই বছরেরও বেশি সময় ধরে গোপন একটি বিমান অভিযান পরিচালনা করছে, এ সময়ে মিসরের ভেতরে তারা ১০০টির বেশি বিমান হামলা পরিচালনা করেছে; আর সবই চালানো হয়েছে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির অনুমোদনক্রমে। ইসরাইল ও মিসরের সম্পর্কের বিবর্তন যে একটি নতুন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, পারস্পরিক এই সহযোগিতা তারই ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য নিউইয়র্ক টাইমসের। অতীতে দেশ দুটি একে অপরের বিরুদ্ধে তিন তিনবার যুদ্ধ করেছে, পরে বিরোধ চেপে রেখে অস্বস্তি নিয়ে পরস্পর শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছে, আর এখন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির আমলে মিসর ইসরাইলের গোপন মিত্রে পরিণত হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক ও গোয়েন্দা বাহিনীর সীমিত একটি চক্র ছাড়া এই ইসরাইলী বিমান অভিযানের কথা সবার কাছে গোপন করে রেখেছেন প্রেসিডেন্ট সিসি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরাইলী বিমান হামলার কথা ফাঁস হলে মিসরে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে আশঙ্কায় দুই প্রতিবেশী দেশই ইসরাইলের ভূমিকা গোপন করতে চেয়েছে। অপরদিকে মিসরীয় সরকারী কর্মকর্তারা ও রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম ইসরাইলী অন্যায়ের প্রতিশোধ নেয়ার কথা বলে গেছে এবং ফিলিস্তিনীদের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, যেন শনাক্ত না করা যায়, তার জন্য ইসরাইলী ড্রোনগুলোতে কোন চিহ্ন রাখা হয়নি, জঙ্গীবিমান ও হেলিকপ্টারগুলোর চিহ্ন ঢেকে রাখা হয়। এগুলোর কোন কোনটি ঘুর পথে গিয়ে এমন ধারণা দেয়ার চেষ্টা করে যে তারা মিসরীয় ঘাঁটিগুলো থেকে উড়ে এসেছে। তারা আরও জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতা হিসেবে প্রেসিডেন্ট সিসি এসব হামলার কথা সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সীমিত চক্র ছাড়া আর সবার কাছ থেকে গোপন রেখেছেন। পাশাপাশি মিসরীয় সরকার উত্তর সিনাই এলাকাটিকে অবরুদ্ধ সামরিক এলাকা হিসেবে ঘোষণা করে সেখানে সাংবাদিকদের তথ্য সংগ্রহের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।
×