ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাষা আন্দোলন বাঙালীকে আত্ম সম্মান নিয়ে বাঁচার শিক্ষা দিয়েছে

প্রকাশিত: ০৮:০২, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ভাষা আন্দোলন বাঙালীকে আত্ম সম্মান নিয়ে বাঁচার শিক্ষা দিয়েছে

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, ভাষা আন্দোলন বাঙালীকে আত্ম সম্মান নিয়ে বাঁচার শিক্ষা দিয়েছে। সোমবার রাতে শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সের প্রথম মেস রজনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিসিএস প্রশাসন একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেক্টর সচিব মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বায়ান্ন থেকে আমাদের অধিকার আদায়ের আন্দোলন শুরু হয়েছে। আমরা ধাপে ধাপে এগিয়ে গেছি, তার শেষ পরিণতি হলো আমাদের মুক্তিযুদ্ধ। ইসমাত আরা সাদেক বলেন, আমাদের পরিচয় আমরা বাঙালী। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য কোন জাতি আমাদের মতো আত্মত্যাগ করেনি। ভাষা আন্দোলন পৃথিবীর বুকে এক বিশাল ইতিহাস হয়ে আছে। এই ইতিহাস সাবেক শিক্ষামন্ত্রী এসএইচকে সাদেক ইউনেস্কোর সাধারণ সভায় তুলে ধরেন। পরে ইউনেস্কো ২১ এ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এখন মাতৃভাষা দিবস মানেই ২১ এ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন কোর্সের শিক্ষার্থীরা।
×