ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে ১৫ দিনের জন্য জরুরী অবস্থা জারি

প্রকাশিত: ০৭:৪০, ৬ ফেব্রুয়ারি ২০১৮

মালদ্বীপে ১৫ দিনের জন্য জরুরী অবস্থা জারি

জনকণ্ঠ ডেস্ক ॥ আদালত-সরকার দ্বন্দ্বে উত্তেজনার মধ্যে মালদ্বীপে ১৫ দিনের জন্য জরুরী অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। আইনমন্ত্রী আজিমা শাকুর এ খবর নিশ্চিত করেন। খবর ওয়েবসাইটের। প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম মুয়াজ আলিও এ খবর নিশ্চিত করে বলেন, সংবিধানের অনুচ্ছেদ ২৫৩ তে দেয়া প্রেসিডেন্টের ক্ষমতা বলে সোমবার থেকে আগামী ১৫ দিনের জন্য দেশজুড়ে জরুরী অবস্থা জারি করা হয়েছে। অনুচ্ছেদ ২৫৭ অনুযায়ী, জরুরী অবস্থা জারির ৪৮ ঘণ্টার মধ্যে সঙ্কট সমাধানের উপায় প্রস্তাব করে তা পার্লামেন্টে উপস্থাপন করতে হবে। সাংবিধানিকভাবে পার্লামেন্টে জরুরী অবস্থা তুলে নেয়ার ক্ষমতা রাখে। গত বৃহস্পতিবার মালদ্বীপের সুপ্রীমকোর্টের সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ এবং বিরোধী দলের ১২ এমপিকে সন্ত্রাসবাদের অভিযোগে বিচার করে কারাদণ্ড দেয়াকে ‘অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বর্ণনা করে তাদের মুক্তি দেয়ার নির্দেশ দেন।
×