ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা ট্যুরিজম সিটির স্বীকৃতি পাবে ॥ পর্যটনমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকা ট্যুরিজম সিটির স্বীকৃতি পাবে ॥ পর্যটনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকা ট্যুরিজম সিটি হিসেবে স্বীকৃতি পাবে বলে জানিয়েছেন বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। সোমবার বিকেলে সোনারগাঁও হোটেলে ওআইসিভুক্ত দেশের পর্যটনবিষয়ক মন্ত্রীদের সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। তুরস্ক, বাহরাইন ও আজারবাইজানের পর্যটন বিষয়কমন্ত্রী, উপমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। বৈঠক শেষে মন্ত্রী বলেন, ওআইসিভুক্ত ৫৭ দেশের মধ্যে ২৫ দেশের ১৫ মন্ত্রীসহ মোট ৮৫ প্রতিনিধির অংশগ্রহণে সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম দেশগুলোর পর্যটন উন্নয়নে আলোচনা হয়েছে। এ সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের পর্যটনে বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের ইসলামিক কালচারাল হেরিটেজভিত্তিক যেসব পর্যটন শিল্প রয়েছে, তা বিশ্বের মুসলিম দেশের সামনে তুলে ধরা হচ্ছে। আজারবাইজানের পর্যটন উপমন্ত্রী আদিল সামাদোবকে শুভেচ্ছা স্মারক তুলে দেন শাহজাহান কামাল। তুরস্ক, বাহরাইন ও আজারবাইজানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শাহজাহান কামাল বলেন, তিনটি দেশই বাংলাদেশে সম্মেলনের আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা বাংলাদেশের পর্যটনে তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছি, তারাও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। কক্সবাজারে আমরা এক্সক্লুসিভ ট্যুরিজম জোন তৈরি করার উদ্যোগ নিয়েছি। এ খাতে বিনিয়োগের জন্য আমরা তুরস্ক ও বাহরাইনকে আহ্বান জানিয়েছি। তারাও বিনিয়োগের আশ্বাস দিয়েছে। পর্যটন খাতে ওআইসিভুক্ত দেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ঢাকায় ওআইসির একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের বিষয়েও তাদের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে তুলে ধরা হয়েছে। বৈঠক শেষে তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী নুমান কুরতুলমুস, বাহরাইনের বাণিজ্য, শিল্প ও পর্যটনমন্ত্রী যায়েদ আর আলজায়ানি ও আজারবাইজানের পর্যটন উপমন্ত্রী আদিল সামাদোবকে শুভেচ্ছা স্মারক তুলে দেন শাহজাহান কামাল। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আইসিটিএম’র এটি ১০তম অধিবেশন এবং বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সম্মেলন। এ সম্মেলনে সংস্থাটির পরবর্তী ১১তম সম্মেলন কোথায় হবে, তার ভেন্যু ঠিক করা হবে। আগামীকাল অতিথিদের জন্য একটি টেকনিক্যাল ট্যুরের আয়োজন করা হবে।
×