ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়ুথ অপরচুনিটিজ ওয়েবসাইটের যাত্রা

প্রকাশিত: ০৭:২৩, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ইয়ুথ অপরচুনিটিজ ওয়েবসাইটের যাত্রা

বিশ্বের এদেশ থেকে ওদেশে, ওপ্রান্ত থেকে এপ্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অজস্র সুযোগ-সুবিধা শুধু একটি ক্লিকের বিনিময়ে তরুণদের হাতের মুঠোয় এনে দেয়ার সবচেয়ে বড় বৈশ্বিক প্লাটফর্ম হলো ইয়ুথ অপরচুনিটিজ। এই ভিন্নধর্মী প্লাটফর্মটির উদ্যোক্তা ওসামা বিন নূর এবং মাকসুদ মানিক অবাক হলেও সত্য, দুজনই বাংলাদেশী তরুণ। গত মঙ্গলবার রাজধানীর জনতা টাওয়ারে প্রতিষ্ঠানের অফিসে আরেকটি যুগসন্ধিক্ষণের যাত্রা শুরু করল ইয়ুথ অপরচুনিটিজ টিম। ইয়ুথ অপরচুনিটিজের বাংলা ওয়েবসাইটের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সূত্র থেকে জানা যায়, ‘এখান থেকে বিনামূল্যে বিশ্বব্যাপী তরুণরা পেয়ে যায় তাদের জন্য উপযোগী সুযোগগুলোর খোঁজ। এই বিরাট চ্যালেঞ্জিং কাজটি সফলভাবে করার মধ্য দিয়ে তরুণদের উন্নতিতে অবদান রাখার জন্য ইয়ুথ অপরচুনিটিজের ঝুলিতে এসেছে অনেকগুলো সম্মাননা। ’ ওসামা বিন নূর রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ২য় বাংলাদেশী হিসেবে, ২০১৬ সালে কুইন্স ইয়াং লিডারস এ্যাওয়ার্ড পেয়েছিলেন অন্তর্ভুক্ত হয়েছিলেন এশিয়াতে ফোর্বস অনুর্ধ ৩০- এ আর ব্র্যাক ম্যান্থনসহ উল্লেখ্যযোগ্য তালিকায়। গত বছর ইয়ুথ অপরচুনিটিজ মোবাইল এ্যাপটি সরকারের আইসিটি ডিভিশন থেকে জাতীয় মোবাইল এ্যাপ্লিকেশন এ্যাওয়ার্ডপ্রাপ্ত হয়, এই মোবাইল এ্যাপটি বিশ্বব্যপী ৫০ হাজারের বেশি সংখ্যক তরুণ ব্যবহার করছেন। আন্তর্জাতিকভাবে বিপুল সাড়া ও গ্রহণযোগ্যতা পাওয়া ইয়ুথ অপরচুনিটিজ বিশ্বাস করে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে বাংলাদেশের তরুণদের আত্মোন্নয়নের কোন বিকল্প নেই। এই চিন্তাধারা থেকেই ইয়ুথ অপরচুনিটিজের বাংলা ওয়েবসাইটটি চালু করা। এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সুযোগ সম্পর্কে মাতৃভাষা বাংলাতেই সব তথ্য পেয়ে যাবে বাংলাদেশের স্বপ্নবাজ তরুণরা। প্রতিমন্ত্রী পলক তার উদ্বোধনী বক্তব্যে ইয়ুথ অপরচুনিটিজের বাংলা ওয়েবসাইট সম্পর্কে বলেন,’ বাংলাদেশী তরুণদের বিভিন্ন সুযোগ সম্পর্কে জানানোর জন্য বড়­প্লাটফর্ম হতে পারে ইয়ুথ অপরচুনিটিজ ওয়েবসাইট। ওসামা এবং মাকসুদ দুজনই প্রতিভাবান তরুণ।’ ওসামা বিন নূর বলেন, ‘বাংলাদেশী অনেক তরুণ এখনও ইংরেজীতে অভ্যস্ত না, যার জন্য তারা বিভিন্ন আন্তর্জাতিক সুযোগকে কাজে লাগাতে পারে না এবং পিছিয়ে পড়ে। আমরা নিশ্চিত, ইয়ুথ অপরচুনিটিজ বাংলা তাদের এদিক থেকে উন্নতির পথে এগিয়ে নেবে। ডিপ্রজন্ম ডেস্ক
×