ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানী বাহিনীর গোলায় ভারতীয় ক্যাপ্টেনসহ চার সেনা নিহত

প্রকাশিত: ০৭:২১, ৬ ফেব্রুয়ারি ২০১৮

পাকিস্তানী বাহিনীর গোলায় ভারতীয় ক্যাপ্টেনসহ চার সেনা নিহত

জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ৪ সৈন্য নিহত হয়েছেন। রবিবার সন্ধায় জম্মুর রাজৈর জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানী সৈন্যদের ছোড়া গোলার আঘাতে তারা নিহত হন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ক্যাপ্টেন কপিল কুন্দু হচ্ছেন গত ৪০ দিনে পাকিস্তানী গোলার আঘাতে নিহত সেনাবাহিনীর দ্বিতীয় কর্মকর্তা। পাকিস্তানী বাহিনী সুন্দরবানি এলাকায়ও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ওই এলাকায় তাদের হামলায় বিএসএফের এক সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন। সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী উভয় এলাকায়ই গোলাগুলি চলছিল। টাইমস অব ইন্ডিয়া। রবিবার সকালের দিকে পুঞ্চ জেলার সাহাপুর সেক্টরে সীমান্তের ওপার থেকে ছোড়া গোলার আঘাতে দুই কিশোর ও এক জওয়ান আহত হয়। রাজৈর ডেপুটি কমিশনার শাহিদ ইকবাল চৌধুরী সুন্দরবানি থেকে মানজকোট পর্যন্ত সীমান্তসংলগ্ন সব স্কুল তিন দিনের জন্য বন্ধ রাখার আদেশ দিয়েছেন। সহকারী মুখ্যমন্ত্রী নির্মল সিং বলেছেন, প্রশাসন ইতোমধ্যে অনেক লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তিনি বলেন, আমার নওশেরা এ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গোলাগুলি ও গোলা নিক্ষেপ চলছে।
×