ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেলজিয়ামে পাঠানো হলো প্যারিস হামলাকারীকে

প্রকাশিত: ০৭:২০, ৬ ফেব্রুয়ারি ২০১৮

বেলজিয়ামে পাঠানো হলো প্যারিস হামলাকারীকে

প্যারিসে ২০১৫ সালে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত সন্দেহভাজনকে বিচারের মুখোমুখি করার জন্য বেলজিয়ামে নেয়া হয়েছে। প্যারিস হামলার চার মাস পর ব্রাসেলস পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত অবস্থায় আব্দেল সালামকে গ্রেফতার করা হয়। ফের বিচারের জন্য বেলজিয়ামে নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান। -খবর বিবিসির ফরাসি তদন্তকারীদের ধারণা প্যারিস হামলায় প্রধান ভূমিকা পালন করেছিল আব্দেল সালাম। সে তাদেরকে তদন্তে সহযোগিতা করতে রাজি হয়নি। পুরো শরীর কালো পোশাকে ঢেকে মুখোশ পড়া অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা লম্বা চুলে আব্দেল সালামকে আদালতে উপস্থিত করেন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও সন্ত্রাসী হামলা চালিয়ে পুলিশকে খুন করার চেষ্টার অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদ- হতে পারে। বিচার চলাকালে বেলজিয়ামের আদালতে হাজিরার পর প্রতি রাতে তাকে ফ্রান্সে ফেরত পাঠাতে হবে। বিচারের পুরো সময় তাকে ফ্রান্সের সীমান্ত পার হয়ে কাছাকাছি অন্য একটি কারাগারে থাকতে হবে। টানা চারদিন ধরে বিচার চলবে। বিচার চলাকালে দুই শতাধিক পুলিশ আদালতের বাইরে পাহারায় নিয়োজিত থাকবেন। মরোক্কান মা-বাবার সন্তান আব্দেল সালামের জন্ম ব্রাসেলসে। তবে তিনি ফরাসি নাগরিক। এতদিন প্যারিসের কাছে একটি কারাগারে তিনি বন্দী ছিলেন। সেখান থেকেই সোমবার ভোররাতে তাকে সশস্ত্র পাহারায় বেলজিয়ামে নেয়া হয়। বেলজিয়ামে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে প্যারিস হামলার কোন সম্পর্ক নেই। ফ্রান্সে ২০২০ সালের আগে তার বিচার শুরু হবে না বলে ধারণা করা হচ্ছে। ২০১৫ সালের ১৩ নবেম্বর প্যারিসের একটি কনসার্টের হল, স্টেডিয়াম, রেস্তোরাঁ, ক্যাফে ও বারে বন্দুকধারী এবং আত্মঘাতী বোমা হামলাকারীদের চালানো সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হয়। কয়েক শ’ লোক এতে আহত হয়েছিলেন। হামলাকারীদের মধ্যে আব্দেল সালামের ভাই ইব্রাহিম ছিলেন। একটি ক্যাফের বাইরে আত্মঘাতী হামলায় সে নিহত হয়। হামলার পর আব্দেল সালাম ইউরোপে ফেরারি হয়ে যায়।
×