ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ মানবাধিকার প্রধানের হুঁশিয়ারি

রোহিঙ্গা নিপীড়ন আঞ্চলিক স্থিতি বিপন্ন করতে পারে

প্রকাশিত: ০৭:১৯, ৬ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা নিপীড়ন আঞ্চলিক স্থিতি বিপন্ন করতে পারে

মিয়ানমারে সংখ্যালঘু মুসলিমদের ওপর চলমান গণহত্যা ও নিপীড়নের ফলে আঞ্চলিকতা স্থিতিশীলতা বিপন্ন হতে পারে, জাতিসংঘ মানবাধিকার প্রধান সোমবার এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইন্দোনেশিয়া সফরকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার বিষয়ক এক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। -ইয়াহু নিউজ জাতিসংঘ মানবাধিকার প্রধান জায়েদ রাআদ আল হুসেইন বলেন, মিয়ানমারের পরিস্থিতি আশঙ্কাজনক। সেখানে রোহিঙ্গাদের ওপর যেভাবে গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান চলছে তা আঞ্চলিক সহিংসতা উস্কে দিতে পারে। বিদ্যমান পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে ইতোমধ্যেই প্রায় ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, ‘আজকাল এ কথা প্রায়ই বলা হয় যে, আজকের মানবাধিকার লঙ্ঘন আগামী দিনের সহিংসতা। যদি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে শরণার্থী পরিস্থিতি কোন সঙ্কটের দিকে মোড় নেয় তবে আঞ্চলিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।’ জায়েদ বলেন, আগস্টের শেষ দিক থেকে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও গণহত্যার ফলে শরণার্থী সঙ্কট শুরু হলেও এটি আসলে পাঁচ দশকের মানবাধিকার লঙ্ঘনের পুঞ্জীভূত ফল। দেশটিতে রোহিঙ্গারা দশকের পর দশক ধরে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সরকার সবসময়ই নিপীড়ন ও গণহত্যার বিষয়টি অস্বীকার করে এসেছে। তাদের দৃষ্টিতে রোহিঙ্গারার অবৈধ অভিবাসী। রোহিঙ্গা সঙ্কট ও গণহত্যার বিরুদ্ধে দেশে দেশে প্রতিবাদ হয়েছে। অনেক দেশ মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রীকে আউং সান সুচিকে বিভিন্ন সময়ে দেয় সম্মাননা প্রত্যাহার করে নেয়। জাতিসংঘ এর আগেও রোহিঙ্গাদের দুর্দশা লাঘব এবং বাংলাদেশের ওপর চাপ কমানোর আহ্বান জানিয়েছে। রাখাইন প্রদেশে সহিংসতা বন্ধ, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান, অভিবাসন বন্ধ এবং নিরাপদ আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে বিশ্বস্ত সংস্থাটি। আঞ্চলিক পর্যায়ে রোহিঙ্গা সমস্যা নিয়ে এখনও শক্তিশালী কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও জায়েদ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্রের অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এসব দেশ যদিও অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করছে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় পিছিয়ে যাচ্ছে। জননিরাপত্তার ক্ষেত্রে বহু দেশের সরকার ব্যাপক হারে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম ও বিচার ব্যবস্থার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। ইন্দোনেশিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়েও সমালোচনা রয়েছে। বলা হয়ে থাকে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু, এলজিবিটি ও আদিবাসী গোষ্ঠী পাপুনয়ানরা বৈষম্যের শিকার হয়ে থাকে। আশা করা হচ্ছে তিন দিনের এ সফরে জায়েদ এ বিষয়েও তার মতামত তুলে ধরবেন।
×