ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রকাশিত: ০৭:১৭, ৬ ফেব্রুয়ারি ২০১৮

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

গত ২৪ জানুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘‘শাহজালালে দুর্ঘটনায় পা হারালেন এক শ্রমিক” শিরোনামে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে দাবি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট পরিদফতর থেকে প্রাপ্ত মূল ঘটনা নিম্নে উল্লেখ করা হলো : মোঃ মোকলেসুর রহমান, সি-০৯৫০, ক্যাজুয়াল ট্রাফিক হেলপার গত ২২ জানুয়ারি নৈশ পালায় (শিফট-বি) কর্মরত ছিলেন। ২৩ জানুয়ারি রাত একটার সময় এয়ার এশিয়া উড়োজাহাজে লোডিং/অফলোডিং ডিউটি শেষ করে হেলপারদের জন্য নির্দিষ্ট বিশ্রামাগারে ফিরে আসার পথে নিয়ম বহির্ভূতভাবে চলন্ত কার্গো ট্রলির উপর উঠতে গিয়ে অনবধানবশত পা পিছলে পড়ে গেলে ট্রলির ধারালো অংশে আঘাত পেয়ে বাম পায়ের গোড়ালির নিচের অংশ কেটে যায়। বিষয়টি জানাজানি হওয়া মাত্রই তার সহকর্মীরা তাকে বিশ্রামাগারে আনে এবং ঘটনাটি হেড হেলপার এর মাধ্যমে ডিউটি কন্ট্রোলারকে জানান। ডিউটি কন্ট্রোলার মোঃ শাহ আলম তৎক্ষণাৎ বিমান যানবাহন শাখায় যোগাযোগ করে বিমান এম্বুলেন্সের মাধ্যমে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। রাত দুইটার দিকে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঐ সময় কোন চিকিৎসক কর্মরত না থাকায় উপস্থিত পঙ্গু হাসপাতাল সেবকদের পরামর্শে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হওয়ায় গত ২৮ জানুয়ারি ক্রিসেন্ট হাসপাতাল থেকে মোকলেসুর রহমানকে ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে তিনি যশোরে তার নিজ বাড়িতে অবস্থান করছেন।
×