ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নয়া প্রধান বিচারপতিকে এলআরএফ নেতৃবৃন্দের শুভেচ্ছা

প্রকাশিত: ০৭:১৭, ৬ ফেব্রুয়ারি ২০১৮

নয়া প্রধান বিচারপতিকে এলআরএফ নেতৃবৃন্দের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ॥ নবনিযুক্ত প্রধান বিচারপতি কাজে যোগদানের দ্বিতীয় দিনেও সুপ্রীমকোর্টের বিভিন্ন সংগঠন, আইনজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার দুপুরে প্রধান বিচারপতির খাস কামরায় তার সঙ্গে আইন, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সদস্যবৃন্দ শুভেচ্ছা বিনিময় করতে যান। এ সময় প্রধান বিচারপতি বলেন, আমিও এক সময় সাংবাদিক ছিলাম। এখন সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আসছে। এটা খুব ভাল দিক। প্রসঙ্গত, সুপ্রীমকোর্টের আইনজীবী থাকাকালীন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদের আইনবিষয়ক প্রতিবেদক ছিলেন। এ সময় এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও সেখানে উপস্থিত ছিলেন। নিয়মিত চেম্বার জজ হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ॥ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে চেম্বার জজ হিসেবে মনোনীত করা হয়েছে। আপীল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধান বিচারপতি আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়মিত চেম্বার জজ হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করেছেন।
×