ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনার প্রাণিসম্পদ কর্মকর্তাকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৬:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০১৮

খুলনার প্রাণিসম্পদ কর্মকর্তাকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা প্রাণিসম্পদ অফিসে ঢুকে এক কর্মকর্তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সোমবার জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সৈয়দ মোঃ আনোয়ার উল ইসলাম কেএমপির সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জেলা প্রাণিসম্পদ অফিসার অফিসার অভিযোগ করেন, সোমবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে গেরুয়া রংয়ের লম্বা গেঞ্জি ও ঢিলা পায়জামা (প্যান্ট) পরিহিত ‘কটা জব্বার’ নামের এক ব্যক্তি দলবলসহ তার অফিস কক্ষে প্রবেশ করেন। তখন তার অফিস কক্ষে সাংবাদিক খামার মালিকসহ কয়েকজন বসে দাফতরিক আলোচনা করছিলেন। এ সময় ‘কটা জব্বার’ নামের ওই ব্যক্তি তার কক্ষে প্রবেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং তাকে হত্যার হুমকি প্রদান করে বলেন ‘ ২ (দুই) ঘণ্টার মধ্যে অফিস বন্ধ করে চাবিসহ সবাইকে নিয়ে আমার বাসায় আসবি, না হলে এক এক করে অফিসের সকলকে হত্যা করা হবে।’ ডাঃ আনোয়ারুল ইসলাম জানান, ওই ব্যক্তির গরুর খামার রয়েছে। এ ঘটনার পর তিনি ভয় ও আতঙ্কে রয়েছেন। ছুরিকাঘাতে চালকট্রাক নিহত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে এক ট্রাক চালক। রবিবার রাতে উপজেলার বাজালিয়ার বড়দুয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে নিহত এ ট্রাক চালকের নাম আবদুস ছবুর (৪০)। পুলিশ জানিয়েছে, গাছ কাটার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকা- ঘটেছে। দিনাজপুরে যুবকের মৃতদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, হিলিতে রিপন (৩৩) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টায় পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত যুবকের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব বালীঘাটা গ্রামে।
×