ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় কৃষক হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড ॥ যাবজ্জীবন দুই

প্রকাশিত: ০৬:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০১৮

নেত্রকোনায় কৃষক হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড ॥ যাবজ্জীবন দুই

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ ফেব্রুয়ারি ॥ জেলার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের কৃষক আব্দুল লতিফ (৪৮) হত্যা মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন এবং তিনজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নূরুল আমিন খাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। এছাড়া তার বড় ভাই আল-আমিন খাঁ ও চাচাতো ভাই তৌফিক খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেয়া হয়। এছাড়া নূরুল আমিনের বাবা সুলতু খাঁ, চাচাতো ভাই কাজল খাঁ এবং তাজুল ইসলাম নামে অপর একজনকে এক বছরের জেল এবং সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করে আদালত। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সবুজ চৌধুরী, অলি চৌধুরী ও নুর আহম্মদকে (৩৮) বেকসুর খালাস দেয়া হয়। আসামিদের সবার বাড়ি রূপচন্দ্রপুর গ্রামে। রায়ের বিবরণে প্রকাশ, রূপচন্দ্রপুর গ্রামের আব্দুল লতিফ ও একই গ্রামের নূরুল আমিন খাঁদের মধ্যে একটি সেচযন্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১৩ সালের ১৬ জুন বিকেলে আব্দুল লতিফ তার অসুস্থ বড় ছেলে শরিফ মিয়াকে নিয়ে স্থানীয় কোনাপাড়া বাজারে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় কোনাপাড়া চৌরাস্তা মোড়ে নূরুল আমিন ও তাদের লোকজন পরিকল্পিতভাবে আব্দুল লতিফ এবং তার ছেলের ওপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি কোপ ও লাঠির আঘাতে বাপ-ছেলে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল লতিফকে মৃত ঘোষণা করেন।
×