ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

প্রকাশিত: ০৬:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০১৮

বগুড়ায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোমবার বগুড়ায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দেশে এই প্রথমবারের মতো এই দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য- বই পড়ি, স্বদেশ গড়ি। বগুড়ায় জেলা প্রশাসন ও উডবার্ন সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে দিবসটি পালিত হয়। সকালে জেলা প্রশাসনের ভবন থেকে বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বগুড়া উডবার্ন সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থাগারিক রোকানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এর আগে উডবার্ন সরকারী গ্রন্থাগারের উদ্যোগে তরুণদের মধ্যে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, বই পড়ি স্বদেশ গড়ি স্লোগানকে সামনে রেখে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজিত হয়েছে। এই উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচী হাতে নেয়া হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা গণ-গ্রন্থাগার গিয়ে শেষ হয়। এছাড়া র‌্যালি শেষে জেলা সরকারী গণ-গ্রন্থাগারে এক আলোচনা সভা আয়োজিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচ এইম রকিব হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসাদুজ্জামান, সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, হরেন্দ্রলাল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহীন মোঃ আমান উল্লাহ প্রমুখ। ডুয়েট স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে। প্রথমবারের মতো ‘বই পড়ি/স্বদেশ গড়ি’-এই শ্লোগানকে সামনে রেখে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদ্যাপন উপলক্ষে সোমবার আয়োজিত অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে ওই কর্নার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন, কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান প্রমুখ। শাবি শাবি সংবাদদাতা জানান, ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এই স্লোগানকে ধারণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে প্রযুক্তির দিক দিয়ে আরও উন্নতকরণ, ই-লাইব্রেরি সমৃদ্ধকরণ এবং খুব শীঘ্রই রিমোট একসেসিং ব্যবস্থা নিশ্চিত করা হবে।
×