ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত ছেলের কাণ্ড

প্রকাশিত: ০৬:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০১৮

মাদকাসক্ত ছেলের কাণ্ড

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত মাদকের টাকা না পেয়ে মাকে মাদকাসক্ত ছেলে শ^াসরোধে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে ওই ছেলে লাঠিপেটা করে আহত করে। সোমবার সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকায় ঘটে এ ঘটনা। মা সর্মতা খাতুন জানান, উপজেলার পিতলগঞ্জ এলাকার আমান উল্লাহর স্ত্রী। তার ছেলে রুবেল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। প্রায় সময়ই মাদকের টাকার জন্যে চাপ দিত মা সর্মতা খাতুনকে। টাকা দিতে না পারলে তাকে মারধর ও গালমন্দ করত। সকালে হঠাৎ করে এসে ৫০ হাজার টাকা দাবি করে রুবেল। এ সময় কোন প্রকার টাকা দিতে পারবে না বলে মা সর্মতা খাতুন জানিয়ে দেন। ইন্টারনেটবিষয়ক সেমিনার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ ফেব্রুয়ারি ॥ কুয়াকাটায় সিলিকন লটারি নামে একটি ওয়েবসাইটের বিভিন্ন দিক সম্পর্কিত ‘হিউম্যান এ্যান্ড ইন্টারনেট’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুয়াকাটার একটি কটেজে প্রযুক্তিবিদ, সাংবাদিক, রাজনীতিকসহ নানা শ্রেণীপেশার প্রায় অর্ধশত লোকের অংশগ্রহণে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, সিলিকন লটারির উদ্ভাবক গবেষক হাসনুল ইকবাল। তিনি বলেন, ইন্টারনেটের ব্যবহৃত এমবির অপচয় নয়, এটিকে (িি.ি ংরষরপড়হষড়ঃঃবৎু৮নষ.পড়স) ওয়েবসাইটে (সফট ওয়্যারের মাধ্যমে) এক জায়গায় জমা করে এর ব্যবহারকারী অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। প্রযুক্তিগত দিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে। বাড়ছে ইন্টারনেটের ব্যবহাকারী ও ব্যবহার।
×