ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অপহৃত স্বামীকে উদ্ধার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০১৮

অপহৃত স্বামীকে উদ্ধার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অপহৃত স্বামীকে উদ্ধারের দাবিতে নীলফামারীর ডোমার উপজেলায় সংবাদ সম্মেলন করেছে স্ত্রী পরিনীতা রায়। সোমবার দুপুরে ডোমার ডাকবাংলো মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পরিনীতা রায় জানান, আমি ডোমার উপজেলা পরিসংখ্যান অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ও আমার স্বামী কৃষ্ণ অধিকারী উপজেলা ভূমি অফিস সহকারী। গত ২৮ জানুয়ারি সকালে আমরা স্বামী স্ত্রী এক সঙ্গে বাড়ি হতে বের হয়ে নিজ নিজ অফিসে যাই। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে আমার স্বামী মোবাইল ফোনে নীলফামারী যাওয়ার কথা আমাকে জানায়। রাত ১০টার দিকে আমার স্বামী ও তার ভাই কর্ণ অধিকারী অটোরিক্সা যোগে বাড়ি ফেরার পথে ডোমার-নীলফামারী সড়কের কালীতলা নামক স্থান হতে একদল দুষ্কৃতিকারী তাদের পথ রোধ করে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিনীতা আরও বলেন, ঘটনার আট দিন অতিবাহিত হলেও তার স্বামীকে উদ্ধার করা সম্ভব হয় নাই। পরিনীতা রায় তার স্বামীকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন। এ সময় কৃষ্ণ অধিকারীর বাবা প্রফুল্ল অধিকারী জানান ছেলেকে উদ্ধারের জন্য আমি নীলফামারীতে মামলা দায়ের করেছি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপহরণের শিকার কৃষ্ণ অধিকারীর মা কৌশলা রানী অধিকারী, ভাই কর্ণ অধিকারী, পরিনীতার বাবা কৃষ্ণপদ রায় ও মা কমলা রানী রায়। জামালপুরে ছাত্রীকে গণধর্ষণ মামলায় গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৫ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে গণধর্ষণ মামলার আসামি রিফাত ও মিনহাজ পুলিশ গ্রেফতার করেছে। জামালপুরের পুলিশ সুপার সোমবার দুপুরে জানান, মামলার আসামি রিফাতকে রবিবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে রাতে অভিযান চালিয়ে মামলার আরেক আসামি মিনহাজকে রাজধানী ঢাকার হাতিরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার দুই আসামিকে আজ জামালপুর থানায় আনা হচ্ছে। উল্লেখ্য, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দেওয়ানিপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে ২৬ জানুয়ারি রাতে ইসলামধর্মীয় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে অপহৃত এবং গণধর্ষণের শিকার হয় ওই ছাত্রী।
×