ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইইউটির ভিসির পদত্যাগ ॥ আন্দোলন স্থগিত

প্রকাশিত: ০৬:৫২, ৬ ফেব্রুয়ারি ২০১৮

আইইউটির ভিসির পদত্যাগ ॥ আন্দোলন স্থগিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ছাত্র-শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে ওআইসি পরিচালিত গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভিসি প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর পদত্যাগ করেছেন। সোমবার সকালে তিনি পদত্যাগ করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ হতে প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর পদত্যাগ করায় আন্দোলনরতরা তাদের কর্মসূচী স্থগিত ঘোষণা করেছে। এ প্রসঙ্গে প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর বলেন, গাজীপুরের বোর্ডবাজারস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কিছুসংখ্যক ছাত্র-শিক্ষক-কর্মচারীদের অযৌক্তিক দাবি নীতির প্রশ্নে আপোষ করা যায় না। তাই বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে বৃহত্তর স্বার্থে দেশের জন্য কাজ করার লক্ষ্যে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্যের পদ হতে সোমবার সকালে আমি পদত্যাগ করলাম। আমার এ পদত্যাগপত্রটি চ্যান্সেলর আইইউটি ও সেক্রেটারি জেনারেল ওআইসি’র কাছে বেলা ১১টায় ই-মেইলে পাঠিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, এ ইউনিভার্সিটিতে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় মেয়েদের (ছাত্রী) ভর্তি করার ফলে এসব প্রবলেমের সূত্রপাত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বহির্বিশ্বের কাছে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করতেই কিছুসংখ্যক শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা বিশেষ মহলের মদদে আন্দোলনের নামে এসব ঘটনা ঘটিয়েছে।
×