ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মনিরামপুরে আশ্রমে হামলা ভাংচুর ॥ অধ্যক্ষসহ আহত চার

প্রকাশিত: ০৬:৫১, ৬ ফেব্রুয়ারি ২০১৮

মনিরামপুরে আশ্রমে হামলা ভাংচুর ॥ অধ্যক্ষসহ আহত চার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরের বাহাদুরপুর তপবোন আশ্রমে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে আশ্রমে ভাংচুর চালিয়েছে। হামলায় আশ্রমের অধ্যক্ষ গৌতম মহারাজসহ চারজন আহত হয়েছেন। আহত মহারাজ (৪৬) মনিরামপুর বাজার এলাকার মৃত মদন মোহন দাসের ছেলে। আহত বাকি তিনজন হলেন, বাহাদুরপুর এলাকার রঞ্জন দাসের ছেলে চ-ি দাস, নিমাই দাসের ছেলে রাজেন দাস ও রাজেন দাসের স্ত্রী নমিতা রানী দাস। আহতদের মধ্যে গৌতম ও নমিতা দাস যশোর সদর হাসপাতালে ভর্তি আছেন। বাকি দুইজন মনিরামপুর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আহত গৌতম দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আধিপত্য বিস্তার ও ঘেরে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে এই হামলা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে রাতে ও সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহারাজ গৌতম জানান, বাহাদুরপুরের তপবোন আশ্রমের প্রতি স্থানীয়দের অনাস্থা ও অনীহা ছিল। আশ্রমে মানুষ আশা যাওয়া করত না। কয়েক বছর ধরে গৌতম মহারাজ সেখানে গিয়ে আশ্রমের দায়িত্ব নেয়ার পর দলমত নির্বিশেষ মানুষ সেখানে আসা যাওয়া শুরু করেন। এই দেখে স্থানীয় হরিদাস মল্লিক মাস্টার নামের এক ব্যক্তি আশ্রমে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। ফলে তার সঙ্গে হরিদাস মল্লিকের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে হরিদাসের নেতৃত্বে স্থানীয় রবিউল, আলিম, ইসলাম, আরিফ, হাবিবুল্লা (১) ও হাবিবুল্লাহ (২) সহ ৪০-৫০ জন রাতে আশ্রমে হামলা করে তাদের মারপিট ও ভাংচুর চালায়। নামপ্রকাশে অনিচ্ছুক আহতদের মধ্যে একজন জানান, আশ্রমের পাশে একটি বড় মাছের ঘের রয়েছে। যেখানে মাছের চাষ হয়। এই ঘের নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রবিবার পাম্প দিয়ে পানি সেচের কাজ চলছিল।
×