ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তীর রক্ষায় বসানো হচ্ছে ৬০ হাজার আরসিসি ব্লক

প্রকাশিত: ০৬:৫১, ৬ ফেব্রুয়ারি ২০১৮

তীর রক্ষায় বসানো হচ্ছে ৬০ হাজার আরসিসি ব্লক

মাতামুহুরী নদী এইচএম এরশাদ, কক্সবাজার ॥ চকরিয়ায় অব্যাহত নদীর ভাঙ্গন ঠেকাতে এবার পানি উন্নয়ন বোর্ড সমীক্ষার মাধ্যমে পাঁচ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দে একটি টেকসই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। টেন্ডারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শহীদ ব্রাদাসকে কার্যাদেশ দেয়ার মাধ্যমে বরইতলী বাঘগুজারা রাবার ড্যাম পয়েন্টে চারশত মিটার ও মেহেরনামা অংশে একশত মিটার এলাকাজুড়ে মাতামুহুরী নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কাজে নদীর ভাঙ্গন ঠেকাতে বসানো হচ্ছে ৬০ হাজার পাথরের তৈরি আরসিসি ব্লক। ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানিয়েছেন, গেল দুইমাসে পাউবোর প্রকৌশলীদের উপস্থিতিতে গুনগতমানের উপকরণ ব্যবহার করে ইতোমধ্যে ২০ হাজার ব্লক তৈরি শেষ হয়েছে। শীঘ্রই অবশিষ্ট ব্লক তৈরির কাজ শেষ এবং এপ্রিল মাসে নদীর তীর সংরক্ষণ কাজে নির্মিত এসব ব্লক ডাম্পিং (বসানো) হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিমত, ভাঙ্গন ঠেকাতে তীর সংরক্ষণ কাজে আরসিসি ব্লক বসানোর কারণে নদীর ভাঙ্গনের কবল থেকে জনগণের সম্পদ রক্ষা করা যাবে। একই সঙ্গে প্রতিবছর বর্ষাকালে বন্যার তা-ব থেকে জনদুর্ভোগ মুক্ত থাকতে পারবে স্থানীয় জনসাধারণ। জানা গেছে, প্রতিবছর বর্ষাকালে মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহড়ি ঢলের পানির প্রবল ধাক্কায় নদীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। এ অবস্থার কারণে কয়েকটি এলাকায় শত শত জনবসতি, আবাদি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিপুল পরিমাণ গ্রামীণ রাস্তা-ঘাট নদীর গর্ভের বিলীন হয়ে গেছে। জনগণের দুর্ভোগ ও এলাকার সামাজিক নিরাপত্তা রক্ষা করতে বিগত সময়ে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড ও পরবর্তীতে বান্দরবান পানি উন্নয়ন বোর্ড অগ্রাধিকার ভিত্তিতে জরুরী প্রকল্পের আওতায় বেশিরভাগ এলাকায় আরসিসি ব্লকধারা একাধিক উন্নয়ন কাজ করে নদীর ভাঙ্গন ঠেকাতে প্রকল্প বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরে বান্দরবান পানি উন্নয়ন বোর্ড প্রায় পাঁচ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ সাপেক্ষে মাতামুহুরী নদীর ভাঙ্গনরোধে পাঁচশত মিটার এলাকায় একটি নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) রাকিবুল হাসান বলেন, প্রকল্পের আওতায় বরইতলী পহরচাঁদা গোবিন্দপুরে (বাঘগুজারা রাবার ড্যাম পয়েন্ট) চারশত মিটার ও পেকুয়া মেহেরনামা অংশে একশত মিটার এলাকায় ৬০ হাজার পাথরের তৈরি আরসিসি ব্লক দ্বারা মাতামুহুরী নদীর তীর সংরক্ষণ কাজ শুরু করেছে। তিনি বলেন, দুই মাসে প্রকল্পের কাজ শুরুর পর ইতোমধ্যে প্রায় ২০ হাজার ব্লক তৈরি সম্পন্ন হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া বলেন, প্রকল্পটি টেকসইভাবে সম্পন্ন করতে আমি নিয়মিত তদারকি করছি। কার্যাদেশ অনুযায়ী তীর সংরক্ষণ কাজে পাঁচশত মিটার এলাকায় ৬০ হাজার পাথরের আরসিসি ব্লক বসানো হচ্ছে। স্থানীয় জনগণের সম্পদের সুরক্ষা নিশ্চিতকল্পে এবং বন্যার তা-ব থেকে এলাকার জনসাধারণকে রক্ষা করতে প্রকল্পটি দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে চকরিয়া-পেকুয়া উপজেলার অন্তত লক্ষাধিক জনসাধারণ সুফল পাবে।
×