ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুকে বিটকয়েনের বিজ্ঞাপন নিষিদ্ধ

প্রকাশিত: ০৬:৫০, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ফেসবুকে বিটকয়েনের বিজ্ঞাপন নিষিদ্ধ

ফেসবুকে বিটকয়েনসহ সব ধরনের ক্রিপ্টোকারেন্সি ও বাইনারি অপশন ট্রেডিংয়ের বিজ্ঞাপন, প্রচারণা নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়া ফেসবুকের অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ইন্সটাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক ও মেসেঞ্জারেও এ ধরনের ক্রিপ্টোকারেন্সি মুদ্রার বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুক এক বিবৃতিতে জানায়, তারা তাদের নতুন বিজ্ঞাপন নীতিমালা অনুযায়ী এই বিজ্ঞাপনগুলোকে নিষিদ্ধ করেছে। কারণ হিসেবে তারা বলেছে, এ বিজ্ঞাপনগুলোতে প্রায়ই এ ধরনের আর্থিক পণ্য ও পরিষেবাগুলোকে ঘিরে বিভ্রান্তিকর বা প্রতারণামূলক প্রচারণা চালানো হয়। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর রব লিয়াথার্ন বলেন, আমরা চাই মানুষ কোন ধরনের স্ক্যামস বা প্রতারণার ভয় না করেই ফেসবুকের বিজ্ঞাপনগুলো থেকে নতুন নতুন পণ্য ও পরিষেবা সম্পর্কে জানুক। তার মতে বেশিরভাগ কোম্পানি বর্তমানে বাইনারি, আইকো ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এমন কিছু বিজ্ঞাপন প্রচার করে যেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা সন্দিহান। -অর্থনৈতিক রিপোর্টার ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব এ্যাকাউন্ট্যান্টস (সাফা)’ এ্যাওয়ার্ডে ‘বেস্ট প্রেজেন্টেড এ্যানুয়াল রিপোর্ট ও সার্ক এ্যানিভার্সারি এ্যাওয়ার্ড ফর কর্পোরেট গবর্ন্যান্স ডিসক্লোজারস ২০১৬’ শাখায় পুরস্কৃত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সম্প্রতি নেপালের ইউসিবির ভারপ্রাপ্ত চীফ ফিন্যান্সিয়াল অফিসার মুহাম্মদ হাফিজুর রহমানের নিকট পুরস্কার তুলে দেন সাফা’র প্রেসিডেন্ট ড. সুভোদ কুমার কর্ন
×