ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রামীণ ব্যাংকের আড়াই হাজার দৈনিকভিত্তিক কর্মচারীর সঙ্গে প্রতারণা

প্রকাশিত: ০৬:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০১৮

গ্রামীণ ব্যাংকের আড়াই হাজার দৈনিকভিত্তিক কর্মচারীর সঙ্গে প্রতারণা

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক মজুরিভিত্তিতে সারাদেশে নিয়োগপ্রাপ্ত প্রায় তিন হাজার পিয়ন কাম গার্ডের সঙ্গে রীতিমতো বছরের পর বছর ধরে প্রতারণা করে যাচ্ছে শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। তাদের দিয়ে ঝাড়ু দেয়া, টয়লেট পরিষ্কার ও কর্মকর্তাদের বাজার করার কাজ করানো হয়। কোন ছুটি নেই তাদের। বাৎসরিক কোন উৎসব বোনাসও তাদের দেয়া হয় না। চাকরি জীবন ১০ বছর পার করার পর এক লাখ টাকা দেয়ার কথা। এক লাখ টাকা না দেয়ার কৌশল হিসেবে চাকরির মেয়াদ দশ বছর হওয়ার আগেই নানা অজুহাতে তাদের ছাঁটাই করে দেয়া হয়। এভাবে ইতোমধ্যেই হাজারখানেকেও বেশি জনকে চাকরিচ্যূত করা হয়েছে। গ্রামীণ ব্যাংক অস্থায়ী কর্মচারী সমিতির আহ্বায়ক মো. আজিজুল হক বাবুল এমন অভিযোগ করেন। তিনি জানান, তাদের চাকরিতে যোগদানের সময় নিয়োগপত্রের পরিবর্তে কৌশলে অনুমতিপত্র দেয়া হয়েছে। তাদের দৈনিক বেতন চার শ’ টাকা। তাদের কোন নির্দিষ্ট কর্মঘণ্টা, উৎসব ভাতা, সাপ্তাহিক, সরকারী, উৎসব, ঐচ্ছিক কিংবা অসুস্থকালীন ছুটি নেই। এসব বিষয় মানবিকভাবে দেখার আহ্বান জানান তিনি। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া আর কোন পথ নেই বলে তিনি দাবি করেন। যদিও গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বরাবরই এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে আসছে।
×