ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী বছরের মধ্যে অর্থনৈতিক জোনে উৎপাদন শুরু হবে

প্রকাশিত: ০৬:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০১৮

আগামী বছরের মধ্যে অর্থনৈতিক জোনে উৎপাদন শুরু হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগামী এক বছরের মধ্যে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানায় উৎপাদন শুরু হবে। তবে এ অঞ্চলকে ঘিরে পূর্ণাঙ্গভাবে শিল্প শহর চালু হবে আগামী ২০৩০ সাল নাগাদ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্রে জানানো হয়েছে, দেশের উন্নয়নে স্থাপিত অর্থনৈতিক অঞ্চলসমূহে অগ্রাধিকার ভিত্তিতে সড়কসহ সকল অবকাঠামো দ্রুত নির্মাণ করা হবে। কারণ বিনিয়োগকারীরা শিল্প স্থাপন করে যাতে দ্রুত পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারে ছাড়তে পারে। মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে যোগাযোগ স্থাপনে চার লাইনের একটি সড়ক হচ্ছে। যার নাম ‘শেখ হাসিনা সরণি’। এ সরণির কাজ আগামী এক বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে সব ব্রিজ ও কালভার্টের কাজ সম্পন্ন করা হয়েছে। এখন হবে মূল সড়কের কাজ। বগুড়ার রূপালী ব্যাংক মহাস্থান শাখায় ৫০ লাখ টাকার হিসাব মিলছে না স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার রূপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়দুর রহমান দু’দিন ধরে অনুপস্থিত। তিনি নিখোঁজ হয়েছেন না আত্মগোপন করেছেন এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে ব্যাংকের এক উর্ধতন সূত্র জানিয়েছেন, ওই শাখার ৫০ লাখ টাকার হিসাব মিলছে না। বিষয়টি খতিয়ে দেখতে সোমবার সকালে রূপালী ব্যাংক প্রধান শাখা ঢাকা থেকে চার সদস্যের উচ্চতর অডিট টিম এসেছে। সোমবার এই রিপোর্ট লেখা পর্যন্ত রূপালী ব্যাংক কিছু জানাতে পারেনি। একাধিক সূত্র জানিয়েছে, রবিবার সকালে রূপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়দুর রহমান ব্যাংকে আসেন। বেলা এগারোটার দিকে তিনি চা পান করার কথা বলে বাইরে যান। এরপর থেকে তিনি অনুপস্থিত।
×