ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সামাজিক নিরাপত্তা ভাতা আরও ১০ ভাগ বাড়ছে

প্রকাশিত: ০৬:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০১৮

সামাজিক নিরাপত্তা ভাতা আরও ১০ ভাগ বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অন্যান্য ভাতাসমূহ ১০ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে গ্রামের মতো শহরাঞ্চলেও বিধবা ভাতা চালু করার প্রস্তাব দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। বর্তমান সরকার অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে আগামী বাজেটে এখাতে বরাদ্দ আরও বাড়ানোর চেষ্টা চলছে। রবিবার বিকেলে আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে নেয়া বিশেষায়িত কর্মসূচী ‘সমৃদ্ধি’-এর কর্মএলাকাভুক্ত ২০০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে দিনব্যাপী মতবিনিময়ের আয়োজন করে পিকেএসএফ। এর সমাপনী পর্বে সমাজকল্যাণ মন্ত্রী প্রধান অতিথি ছিলেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সমাপনী পর্বে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আবদুল করিম। প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনের পাশাপাশি মানবমর্যাদা প্রতিষ্ঠায় পিকেএসএফ যেভাবে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, অনেকে ভিন্নমত পোষণ করলেও আমি মনে করি, উন্নয়নের সঙ্গে অধিকারে কোন সংঘাত নেই এবং পিকেএসএফের ‘সমৃদ্ধি’ কর্মসূচীটি তার প্রকৃষ্ট উদাহরণ। দারিদ্র্য বিমোচনে দৃষ্টান্ত অগ্রগতিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বর্তমান সরকার গত নয় বছরে দরিদ্র মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে এনেছে। দেশের ১২ শতাংশ মানুষ এখনও অতিদরিদ্র এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার এই হারকে শূন্যের কাছাকাছি আনতে বদ্ধপরিকর। সভাপতির বক্তব্যে ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সমৃদ্ধি কর্মসূচীর সকল কার্যক্রম সাজানো হয়েছে স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের সংবিধান ও রূপকল্প ২০২১-এর আলোকে, যেখানে অসাম্য, বঞ্চনা ও দারিদ্র্যদূরীকরণ এবং সকলের জন্য মানবমর্যাদা নিশ্চিতে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। তিনি বলেন, দেশে টেকসই উন্নয়ন নিশ্চিতে সরকারের কর্মযজ্ঞে পিকেএসএফ যথাযথ ভূমিকা পালন করবে।
×