ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টানা পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০১৮

টানা পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিনিয়োগকারীরা। সোমবার বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করা হয়েছে। তবে পুলিশের বাধার মুখে তা এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, শেয়ারবাজারে অব্যাহত পতনের কারণে সোমবার আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা চাই শেয়ারবাজারের স্বাভাবিক গতি। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নমনীয় হওয়া উচিত। একইসঙ্গে বাজারের স্বার্থে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রয় করে আতঙ্ক না ছড়ানোর জন্য আহ্বান করেন। তিনি আরও বলেন, এই শান্তিপূর্ণ বিক্ষোভ-মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। যাতে এক ঘণ্টার মধ্যে বিক্ষোভ কর্মসূচী বন্ধ করতে বাধ্য হয়েছি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শেয়ারবাজার পতনে রয়েছে। এক্ষেত্রে শেষ ৫ কার্যদিবসে ৩০৭ পয়েন্ট কমে ডিএসইর প্রধান সূচক ৫ হাজার ৮৭০ পয়েন্টে নেমে এসেছে। যা গত সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া রবিবারের ১৩৩ পয়েন্টের পতন বিগত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। বিশ্লেষণে দেখা গেছে, সোমবার লেনদেনের মাত্র ১০ মিনিটের মধ্যে ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে মোট ১১৮ পয়েন্ট কমে যায়। কিন্তু প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের কিছু বিনিয়োগকারীর শেয়ার কেনার আদেশ বাড়ানোর কারণে বড় পতন আর ঘটেনি। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শাখা সম্মেলন অনুষ্ঠিত মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাখা প্রধান সম্মেলন- ২০১৮ সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম কামাল উদ্দিন, ভাইস-চেয়ারম্যান ড. মোঃ মিজানুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ নূরুল আমিন, পরিচালক আবদুল হক, মোহাম্মদ সোলায়মান, মোঃ নবীল্লাহ, মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান মজুমদার, মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহাম্মদ, কোম্পানির শাখা প্রধান ও উর্ধতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×