ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওটিসির ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত: ০৬:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ওটিসির ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে থাকা ৬ কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ কেমক্যিাল ইন্ডাস্ট্রিজ, বিডি জিপার ইন্ডাস্ট্রিজ, বিডি লাগেজ ইন্ডাস্ট্রিজ, বিডি ডাইং এ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ এবং ম্যাক ইন্টারপ্রাইজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ কেমক্যিাল ইন্ডাস্ট্রিজ ॥ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৭) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৮৫ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ০.৯৩ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান কমেছে ০.০৮ টাকা বা ৮.০৬ শতাংশ। এদিকে অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর ২০১৭) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৭০ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ১.৮৬ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান কমেছে ০.১৬ টাকা বা ৮.৬০ শতাংশ। বিডি জিপার ইন্ডাস্ট্রিজ ॥ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৭) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৪২ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ০.৪৮ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান কমেছে ০.০৬ টাকা বা ১২.৫০ শতাংশ। এদিকে অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর ২০১৭) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৭৪ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ০.৮৫ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান কমেছে ০.১১ টাকা বা ১২.৯৪ শতাংশ। বিডি লাগেজ ইন্ডাস্ট্রিজ ॥ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৭) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭২ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ০.২৭ টাকা। এদিকে অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর ২০১৭) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ১.২০ টাকা। সে হিসেবে কোম্পানিটি লোকসান থেকে মুনাফা ফিরেছে। বিডি ডাইং এ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ ॥ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৭) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.২৬ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ১.৩২ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান কমেছে ০.০৬ টাকা বা ৪.৫৪ শতাংশ। এদিকে অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর ২০১৭) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.৫৭ টাকা। ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ ॥ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৭) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ০.২২ টাকা। সে হিসেবে কোম্পানিটি লোকসান থেকে মুনাফা ফিরেছে। এদিকে অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর ২০১৭) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। যা আগের বছর একই সময় ইপিএস ছিল ১.৫৪ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.৫০ টাকা বা ৩২.৪৬ শতাংশ। ম্যাক ইন্টারপ্রাইজ ॥ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৭) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। যা আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৫৭ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.৫৪ টাকা বা ৯৪.৭৩ শতাংশ।
×