ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিকের গোলে হারতে হারতে ড্র বার্সিলোনার

প্রকাশিত: ০৬:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০১৮

পিকের গোলে হারতে হারতে ড্র বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ ডিফেন্ডার জেরার্ড পিকের শেষদিকের গোলে হারতে হারতে কোন রকমে ড্র করেছে বার্সিলোনা। রবিবার রাতে স্প্যাানিশ লা লিগার ম্যাচে (কাতালান ডার্বি) স্বাগতিক এস্পানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র করে অতিথি বার্সা। এরপরও অবশ্য গৌরবময় রেকর্ড গড়েছে কাতালানরা। মৌসুমের প্রথম ২২ ম্যাচেই অপরাজিত থাকার দারুণ রেকর্ড এখন আর্নেস্টো ভালভার্ডের দলের। আরেক ম্যাচে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। এই ড্রয়ের পরও শিরোপা জয়ের পথে এগিয়ে বার্সিলোনা। ২২ ম্যাচ শেষে তাদের ভা-ারে জমা সর্বোচ্চ ৫৮ পয়েন্ট। ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে এ্যাটলেটিকো। ৪০ পয়েন্ট নিয়ে তিনে ভ্যালেন্সিয়া আর চার নম্বরে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৯। মাত্র ২৫ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে এস্পানিওল। রেলিগেশন জোন থেকে আট পয়েন্ট দূরে থাকা এস্পানিওল বরাবরের মতো নিজেদের মাঠে শক্ত প্রতিপক্ষ হিসেবেই আবির্ভূত হয়। গত মাসে লিভারপুল থেকে বার্সায় যোগ দেয়া ফিলিপ কুটিনহো প্রথমার্ধে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন, কিন্তু ক্রসবারে প্রতিহত হয় তার প্রচেষ্টা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়াধের্র ৬৬ মিনিটে জেরার্ড মেরোনোর গোলে স্বাগতিক এস্পানিওল এগিয়ে যায়। এই লিড ৮১ মিনিট পর্যন্ত ধরে রাখে স্বাগতিকরা। যে কারণে অনেকেই ধরে নিয়েছিলেন, মৌসুমে প্রথম হারের স্বাদ পেতে যাচ্ছেন মেসি, ইনিয়েস্তারা। কিন্তু সেন্টার-ব্যাক জেরার্ড পিকে ৮২ মিনিটে মেসির কর্ণার থেকে হেডে গোল করে বার্সাকে সমতায় ফেরান। সেই সঙ্গে প্রথম হার থেকেও দলকে রক্ষা করেন। এই ম্যাচটি হয়েছে বৃষ্টিসিক্ত কর্দমাক্ত মাঠে। যে কারণে খেলতে সমস্যা হয়েছে দু’দলের ফুটবলারদেরই। বিষয়টিকে বিপজ্জনক উল্লেখ করে বার্সা কোচ ভালভার্ডে ম্যাচ শেষে বলেন, এখানে বৃষ্টি হলেও আমরা মনে করি এই মাঠটি সবসময়ই খেলার জন্য বিপজ্জনক। আমরা মনে করেছিলাম এখানে বল ধরে খেলতে পারব। কিন্তু পরবর্তীতে দেখা গেছে ঘাসের কারণে তা সম্ভব হচ্ছে না। ম্যাচ যত গড়িয়েছে এই সমস্যা ততই বেড়েছে। প্রায়ই বল কাদায় আটকে যাচ্ছিল যে কারয়ে সমস্যা আরও বেশি হয়েছে। এই ড্র’তেই আমি সন্তুষ্ট। কারণ এখানে খেলাটা কঠিন ছিল। তার উপর ডার্বিতে আমি কখনই হারতে চাইনি। পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লীগসহ ট্রেবল জয়ের পথেও দারুণভাবে টিকে আছে। বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, আমরা এখনও ভালভাবেই টেবিলের শীর্ষে আছি। কন্ডিশন তাদের পক্ষে ছিল। আমরা মোটেই সেরাটা খেলতে পারিনি। কিন্তু দিনের শেষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি যা গুরুত্বপূর্ণ। মৌসুমের শুরু থেকে টানা ২২ ম্যাচ অপরাজিত থেকে ক্লাবের ইতিহাসে রেকর্ড গড়েছে বার্সা। পেপ গার্ডিওলার অধীনে ২০০৯-১০ মৌসুমে শিরোপা জয়ের পথে ১৭ জয় ও চার ড্রয়ে ২১ ম্যাচে অপরাজিত ছিল বার্সিলোনা। গত সপ্তাহে ডিপোর্টিভো লা করুনাকে ২-১ গোলে হারিয়ে ওই রেকর্ড স্পর্শ করে কাতালানরা। পরশু রাতে সেই রেকর্ডটি নতুন করে গড়েছে বার্সা। বার্সিলোনার ড্রয়ের পুরো সুবিধাকে কাজে লাগিয়েছে এ্যাটলেটিকো। ৫৯ মিনিটে এ্যাঞ্জেল কোরেইরা গোলে এ্যাটলেটিকোর জয় নিশ্চিত হয়। প্রথমার্ধে দুই দলের কেউই গোলের তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি। সাওল নিগুয়েজের দূর পাল্লার শট ভ্যালেন্সিয়া গোলরক্ষক নেটো সহজেই আটকে দেন। অন্যদিকে সিমোনে জাজা সফরকারীদের সুযোগ নষ্ট করেন। কিন্তু ২২ বছর বয়সী আর্জেন্টাইন কোরেইরা লীগের ষষ্ঠ গোল করে দলকে জয় উপহার দেন। ম্যাচ শেষে এই জয়ে স্বস্তি প্রকাশ করেন এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে। তিনি বলেন, জয়টাই গুরুত্বপূর্ণ। এখানে ব্যবধান বড় কথা নয়।
×