ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যাচ কমিশনার কোর্স

প্রকাশিত: ০৬:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ম্যাচ কমিশনার কোর্স

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক ২০১৮ ফুটবল মৌসুমে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ, প্রথম বিভাগ ফুটবল লীগ, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ও তৃতীয় বিভাগ ফুটবল লীগের খেলাসমূহ বাফুফে আয়োজিত অন্যান্য প্রতিযোগিতার খেলা পরিচালনার জন্য ম্যাচ কমিশনার প্যানেল গঠন করা হবে। এই প্যানেল গঠনের লক্ষে আগামী মার্চের তৃতীয় সপ্তাহে দিনব্যাপী ম্যাচ কমিশনার কোর্স বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে। অভিজ্ঞ ফুটবল সংগঠক, সাবেক ফুটবলার এবং সাবেক রেফারিগণসহ খেলাধুলায় আগ্রহী ব্যক্তিকে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে এই কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে বাফুফে বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এক কপি পূর্ণাঙ্গ বায়োডাটা (ন্যূনতম বয়স ৩৫ বছর), দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ক্রীড়াক্ষেত্রে অবদানের সনদ। বিশেভাবে উল্লেখ্য যে, বাফুফে ভবনে আয়োজিতব্য দিনব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারী শুধুমাত্র উত্তীর্ণ ব্যক্তিবর্গই ম্যাচ কমিশনার হিসেবে বাফুফের ‘ম্যাচ কমিশনার প্যানেল’-এ অন্তর্ভুক্ত হবেন।
×