ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে জাতীয় দল নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন অর্ড

প্রকাশিত: ০৬:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৮

অবশেষে জাতীয় দল নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন অর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দীর্ঘ ১৬ মাস পর শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কার্যক্রম। কোচিং স্টাফে ফিটনেস ও গোলরক্ষক কোচ নিয়োগ দিতে চান হেড কোচ এ্যান্ড্রু অর্ড। দীর্ঘ ১৬ মাস পর আবারও শুরু হচ্ছে জাতীয় দলের কার্যক্রম। ২০১৬ সালে অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের মাটিতে সেই হারের পর জাতীয় দল আর খেলার উপলক্ষ পায়নি। বয়সভিত্তিক দলের সাম্প্রতিক পারফর্মেন্সে জাতীয় দল নিয়ে নতুন স্বপ্ন দেখছেন অর্ড। অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক স্কাউটের ভাবনায় বয়স নয়, প্রাধান্য পাচ্ছে প্রতিভা। ৪০ ফুটবলারের তালিকা চূড়ান্ত হয়েছে। ক্যাম্প শুরু ১৩ ফেব্রুয়ারি। টিম ম্যানেজমেন্টে কে থাকছেন, কোচিং স্টাফে আর কেউ যোগ দেবেন কিনাÑ প্রশ্নের উত্তরগুলো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানাবে বাফুফে। তবে অর্ড জানালেন এশিয়ায় কাজের অভিজ্ঞতা সম্পন্ন ফিটনেস ট্রেনার ও গোলরক্ষক কোচের সন্ধানে আছেন তিনি। সাফ ফুটবলকে সামনে রেখে সাত মাসের দীর্ঘ অনুশীলন করবে বাংলাদেশ। যার প্রথম পরীক্ষা ২৭ মার্চ লাওসের সঙ্গে প্রস্তুতি ম্যাচে।
×