ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেভিতোভার মুখে শিরোপার হাসি

প্রকাশিত: ০৬:৪০, ৬ ফেব্রুয়ারি ২০১৮

কেভিতোভার মুখে শিরোপার হাসি

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে শিরোপার স্বাদ পেলেন পেত্রা কেভিতোভা। বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টিনা মাদেনোভিচকে সরাসরি সেটে পরাজিত করে সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টের শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। এর ফলে ২০১১ সালের পর থেকে কমপক্ষে একটি হলেও ডব্লিউটিএ শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি। সেইসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়েও অগ্রগতি হচ্ছে তার। নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্ট জয়ের পর দারুণ রোমাঞ্চিত পেত্রা কেভিতোভা। বছরের বাকি সময়টাতেও নিজেকে মেলে ধরার ইঙ্গিত দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে পেত্রা কেভিতোভা ম্যাচের শেষে বলেন, ‘আমার জন্য এই টুর্নামেন্টটা বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে সপ্তাহের পুরোটা সময় জুড়েই অবিশ্বাস্য টেনিস খেলেছি। ফাইনালে উঠতে সত্যিই আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। বছরের শুরুতে যা মোটেও সহজ ছিল না। ফাইনাল ম্যাচটা জয়েও রীতিমতো ঘাম ঝড়েছে।’ বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০ নাম্বারে অবস্থান ক্রিস্টিনা মাদেনোভিচের। সাম্প্রতিক সময়ে টেনিস কোর্টে দুর্দান্ত খেলছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফেবারিট হিসেবেই ফাইনালের লড়াইয়ে নেমেছিলেন তিনি। অন্যদিকে কেভিতোভা এই টুর্নামেন্ট শুরুর আগে র‌্যাঙ্কিংয়ের ২৯ নাম্বারে অবস্থান করছিলেন। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে পেত্রা কেভিতোভার কাছে কোন পাত্তাই পেলেন না মাদেনোভিচ। রবিবার দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভা ৬-১ এবং ৬-২ গেমে রীতিমতো উড়িয়েই দেন ক্রিস্টিনা মাদেনোভিচকে। মাত্র আধা ঘণ্টা লড়াই করেই প্রতিপক্ষের বিপক্ষে অনায়াস জয় তুলে নেন পেত্রা কেভিতোভা। সেই সঙ্গে ক্যারিয়ারের ২১তম ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। মাদেনোভিচের বিপক্ষে এটা ছিল তার ষষ্ঠ ম্যাচ। যার পাঁচটিতেই জয় পেয়েছেন চেক তারকা। এই জয়ের ফলে র‌্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে এসেছেন তিনি। সর্বশেষ সোমবার প্রকাশিত বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে কেভিতোভার অবস্থান ২১। র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে জুলিয়া জর্জেসেরও। সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা জার্মান তারকা এবারই প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০ নাম্বারে উঠে এসেছেন। এদিকে টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিয়েও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করায় হতাশ মাদেনোভিচ। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘অনেক চাপ নিয়েই এবারের আসরে খেলতে এসেছি আমি। এই টুর্নামেন্টের ফাইনালে খেলব সেটা অনেকেও ভাবেননি বলে মনে করি আমি। প্রতিটি একক ম্যাচেও কঠিন লড়াই করেছি আমি কিন্তু পেত্রা বিস্ময়কর টেনিস খেলেছে।’
×