ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেসিডিয়াম বৈঠকে সিদ্ধান্ত ॥ ২৪ মার্চ মহাসমাবেশ

জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

প্রকাশিত: ০৬:১৪, ৬ ফেব্রুয়ারি ২০১৮

জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

স্টাফ রিপোর্টার ॥ জোটগতভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। পাশাপাশি ২৪ মার্চ রাজধানীতে মহাসমাবেশ করবে দলটি। সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাপা প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। বৈঠকে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এতে আগামী নির্বাচন, খালেদা জিয়ার রায়, সাংগঠনিক কর্মসূচী, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাপার রাজনৈতিক অবস্থান, প্রার্থী বাছাইসহ নানা বিষয় আলোচনায় ওঠে আসে। বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, বৈঠকে আগামী ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশ করারও সিদ্ধান্ত হয়েছে। এর আগে সমাবেশটি ১৫ ফেব্রুয়ারি করার ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু বইমেলাসহ নিরাপত্তার কারণ দেখিয়ে তারিখ পিছিয়ে ২৪ মার্চ করা হয়েছে। মহাসচিব জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে আগামী এপ্রিলে লংমার্চ, রোডমার্চ, লঞ্চমার্চ এবং রেলমার্চ করবে জাতীয় পার্টি। হাওলাদার জানান, দলের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এর মাধ্যমে তিন’শ আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। আরও ভাল প্রার্থী খোঁজা হচ্ছে। আমরা চাই যেখানেই প্রার্থী দেয়া হবে সেখানেই জাপার বিজয়। এ জন্য ভাল প্রার্থীদের অর্থাৎ জনপ্রিয় নেতাদের প্রার্থী করার ক্ষেত্রে বেশি প্রাধান্য দেয়ার কথা জানান তিনি। বলেন, নির্বাচনের আগে নিরপেক্ষসহ বিভিন্ন দল থেকে অনেক নেতা জাতীয় পার্টিতে যোগ দেবেন। অনেকের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। সবাই সময় সুযোগের অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি। বৈঠকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নাম চূড়ান্ত করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রার্থী চূড়ান্ত করার জন্য কেন্দ্র থেকে একটি দল সরেজমিন নাসিরনগরে যাবে বলে জানান জাপা মহাসচিব। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ছায়েদুল হক মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। অন্যদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এক প্রশ্নের জবাবে মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি ইতোমধ্যে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছে। জোটগতভাবেই নির্বাচনে অংশগ্রহণ করব আমরা। খালেদা জিয়ার মামলায় রায় নিয়ে আওয়ামী লীগ-বিএনপি নেতাদের বাগ্যুদ্ধে জনগণ আতঙ্কিত। এ বিষয়ে জাপার অবস্থান কি? জবাবে তিনি বলেন, এটা রাজনীতির বিউটি। নির্বাচনের বছরে এমন বাগ্যুদ্ধ হয়েই থাকে। তবে সরকারের দায়িত্ব রয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। আমরা আশা করব দেশে আর হানাহানির মতো কোন পরিস্থিতি সৃষ্টি হবে না। মানুষ যেন কোনভাবেই আতঙ্কিত না হয় সেদিকে উভয় দলের দৃষ্টি রাখা উচিত বলেও মনে করেন সাবেক এই মন্ত্রী।
×